আমাদের কথা খুঁজে নিন

   

ভ্রান্ত বিকেলের ভাবনা

ধর্ম যার যার , বাংলাদেশ সবার অহিংস হতে হতে নিজেকে নিঃশেষ করে আস্তাকুঁড়ের জড় -জঞ্জাল হয়ে ভয়ঙ্কর বেচেঁ থাকা কখনো নিষ্পেষিত নিপীড়িত , কখনো বা শরনার্থী তাবুতে বেড়ে ওঠা সরিসৃপের মত মাটির সাথে মিশে আছি আগন্তকের বেশে --অথবা দিকভ্রান্ত পথিকের ন্যায় নিজভূমে পিত্র পরিচয়ে ভ্রান্তি ছিল, আগাছার মতন ভর করেছিলাম আম্রকাননের শীর্ষ পল্লবে অতঃপর ভূ-খন্ডে স্বাধীন পতাকার পত পত করে উড়ে যাওয়া হাওয়ায় নিজেকে মেলে ধরেছিলাম ধবল মেঘের রাজ্যে---- যে উড়াল দিয়েছি....লক্ষ লক্ষ আলোকবর্ষ দুরে থেকে আরো দুরে যেখানে একবার গেলে প্রত্যপর্ণ চুক্তি অকার্যকর হয়ে যায় সারা জীবনের জন্যে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।