আমাদের কথা খুঁজে নিন

   

ভ্রান্ত প্রতীক্ষা



ভ্রান্ত প্রতীক্ষা রাতের আঁধারে মিটিমিটি জ্বলছে অজস্র জোনাকী চারদিকে এক ভয়াল নিস্তব্ধতা শুধু জেগে একা আমি , আর দূর আকাশের ঐ তারাগুলি সংগী আমার, হৃদয়নগর আজ ডুবে গেছে গাঢ় অন্ধকারে, তবু ও আমার কংকর হৃদয়ে নেই কোনো জোনাকির আনাগোনা নেই কোনো তারার আলো , সেখানে কেবলই ধূ ধূ শূণ্যতা। নির্জন রাস্তায় হাটছি আমি একা একটি প্রাণী অজানা শংকায় কম্পিত হৃদয় সাথে আছে অপ্রাপ্তিকে হারাবার ভয়, রাতের নিস্তব্ধতা চিড়ে শোনা যাচ্ছে পেঁচার কর্কশ ডাক শুধু কেউ নেই শোনার মোর নিঃশব্দ আর্তনাদ। রাত্রির আঁধারে কাজলকালো হ্রদের জল প্রতীক্ষা কোনো জলপরীর যে মুছে দিতে পারে সমস্ত বেদনা , ভুলিয়ে দিতে পারে যত অতীত, অপেক্ষার এ পালা বুঝি শেষ হবার নয় জলপরী কেন শুধু দূরে সরে রয়??? কল্পনার সব দ্বার আজ রুদ্ধ তাকে নিয়ে গড়া যত স্বপ্নে মস্তিস্কের নিউরনে নিউরনে কম্পন তোলে যত সুখকল্পনা জানি সবই মিছে আশা মিছে কল্পনা , এ স্বপ্ন পূরণ হবার নয় ,কভু পূরণ তো হবে না, অবিরাম কষ্ট দিয়ে যাবে মোরে চলে যাবে দূর থাকে বহুদূরে , নতুন আশায় তবু জাগ্রত আমি যদি ফেরানো যায় তারে নতুন কোন সুরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।