শুন্যতার মাঝে নিজেকে খুঁজে বেড়াই
আর পারিনা, আর পারিনা
আমার বড় ক্লান্ত লাগে....
তোমা বিহীন নিঃস্ব আমি,
সবকিছুই যে ভ্রান্ত লাগে।
কষ্ট গুলো বুকে চেপে
ব্যথায় কাতর, জীবন জাগে...
তুমি হীনা অবুঝ আমি,
বিষময় এই পৃথিবী মাঝে।
একটু আদর, একটু সোহাগ
স্বপ্নের সেই মধুর রাগে.....
হারিয়েছি মোর শান্ত জীবন
একাকী আজ উদ্ভ্রান্ত লাগে।
কিছুই কি আর নেইকো হাতে?
এতোই বাঁধা জীবন সাজাতে!
তোমায় নিয়ে ঘর বাঁধতে
আজ-ও আমার প্রাণ যে কাঁদে.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।