লিখতে চাই।
দেশকে আর মা ডাকব না কেউ
শুনতে হবে না মায়ের আর্তনাদ
চল ভুলে যাই বিজয়দিনের কথা
চোখ বুজি চুপি না করি প্রতিবাদ।।
হচ্ছে যা হয় লঙ্কাকাণ্ড হউক
আমার কি দায় পড়েছে তাতে?
আমিতো বেশ দিব্যি আছি ভাল
বেশতো আছি গরম ডালে ভাতে।।
হায় হায়... ( ভাবছি কি ছাইপাশ )
যদি পথে পড়ে রয় এত সহস্র কাঁটা !
আমি না হয় থাকব ঘরের কোণে
কেমনে হবে আমার ছেলের হাঁটা ...?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।