[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
শেষ কথা বলে কিছু নেই
যেমন নেই শুরু বলে কিছু ...
শুরু বললেই প্রশ্ন থেকে যায়, তার আগে যে কি?
তেমনি শেষের পরে প্রশ্ন সেই একইভাবেই দেখি।
শুরু-শেষের দন্ধে বন্দী সমাজ নামের এক খাতা
উই নামের কাটাপোকার দাঁতের কামড়ে কত ফুঁটা;
রং গেছে চটে কোথাও সমাজ খাতার পাতায় ..
আগাছার রিপুগুলো সেই আমাদেরই তো মাথায়
একটা নকল মলাট বলেই প্রথম পাতা কি শুরু?
শেষের মলাটের কালো রঙে কুঁচকাও কেনো ভুরু?
শেষ বলে নাই রে কিছু , তারপরেই অজ্ঞাত
জ্ঞাত হলেই দন্দ্বগুলো কবেই মরে যেত ...
এমনি করে ভাববে তুমি, তোমার কি গো ঠেকা!
এমনি করে কবে তোমার ধ্বংসের শুরু একা?
এমনি করে ডুকরে তোমার প্রাণ হয়ে যায় লিন
শেষের স্বপ্নে কষ্ট মুক্তির আসবেনা কোন দিন।
ঐ তোমারই সুখের নাশে সুখ তো কারও শুরু;
শেষের স্বপ্ন দেখছে যে’জন ভাবছ সেই কি গুরু?
তোমার মাঝে তুমিই বন্দী , আমার মাঝে আমি,
শেষ আর শুরুর দন্দ্ব ভুলে হই কি মুক্তি কামী?
৬/২/২০০৭
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।