সত্য ও সুন্দর সমাজের কর্মী
ফাটা বাঁশের মাইনকা চিপায়
পরছে এইবার দেশ।
তেল সংকট, সার সংকট
কমে আসছে গ্যাস।
বিদ্যুতে দেয় মিসকল
মাসের শেষে বিল।
পটকা ফোটার শব্দ শুনে
কানে লাগে খিল।
পচা খাবার খাচ্ছি রে ভাই
খাবার পানি ঘোলা।
দ্রব্য মূল্যের খবর শুনে
মাথাটা দেয় দোলা।
এত কিছুর পরেও ভাই
আশার নাইতো শেষ
সব কিছু শুধরে নিয়ে
গড়ব বাংলাদেশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।