মেজাজটা হেভী খাট্টা হয়ে আছে। মানুষটা আমি বরাবরই গাধা টাইপের, তবে এইবার গাধামীর চুড়ান্ত করে ফেললাম। অফিসের কাজে হাংগেরী এসেছিলাম, প্ল্যান ছিল শুক্রবারের মধ্যেই ডেরায় ফিরব। বিদেশ-বিভুঁইয়ে একা একা ভাল্লাগে না, তার উপর এই ব্যাটারা ইংরেজীর 'ই'-ও জানে না। বুদাপেস্ট শহরটা এমনিতে বেশ সুন্দর, কিন্তু এবার ঘুরাঘুরির আইডিয়াটাও ঠিক পোষাচ্ছে না।
যাই হোক, রিটার্ন টিকেট করেছিলাম আমস্টর্াডাম হয়ে, মনেই ছিল না যে আমাদের বাঙালি সোনার সন্তানদের জন্য নতুন নিয়ম চালু হয়েছে, ওদের এয়ারপোর্টে ঢুকতে হলেও ভিসা লাগবে। এদিকে আমার ভিসাও এক্সপায়ার্ড। এখন হাংগেরীতে বসে হা-পিত্যেস করা ছাড়া আপাতত কোন গতি নেই। এই দু'দিন অনেকভাবে চেষ্টা করলাম কোনভাবে এই হতচ্ছাড়া দেশটা থেকে বের হওয়া যায় কিনা। শালার ইউরোপিয়ানগুলোর ইয়ার-এন্ডের ছুটি নিয়ে বাড়াবাড়িটা ভালই টের পাচ্ছি।
ব্যাটারা যে-যেখানে পারছে ছুট দিচ্ছে ছুটি কাটাতে, মাঝখান থেকে বেচারা আমি পড়লাম মাইনকা চিপায়। কোন ফ্লাইটেই জায়গা খালি নেই, মনে হচ্ছে আরও এক সপ্তাহ এই নরকে পচতে হবে। শালার কপাল! অফিসের পাবলিক আমার গাধামী দেখে হাসে আর মাঝে মাঝে এসে হালকা সান্তনা দিয়ে যায়। পুরাপুরি ফাঁইসা গেলাম, আমার হোম অ্যাওয়ে ফ্রম হোমও এখন ফার ফার অ্যাওয়ে!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।