যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে কি চমৎকার তার নিক! যখন প্রথম নিকটা দেখি, মনে হয়েছিলো মানুষের ভেতরে কত বিশাল স্বপ্ন থাকে যার পরিমাপ আসলেই অসাধ্য। কেউ একজন বলেছিলেন একজন মানুষ তার স্বপ্নের সমানই বিশাল। টিপুর নিক দেখে আলোড়িত হয়েছিলাম, অভীষ্ট লক্ষ্যের সাথে এই স্বপ্নের খুব বেশী কি ফারাক থাকে আদপে?
নজরুল আর রবীন্দ্রনাথ কে বড় এক নোবেল অর্জনে তা পরিমাপ হয় না। নোবেল অর্জন কোনো লরিয়েটকে অন্যের কৃতিত্ব থেকে আসমান জমিন দূরত্বে নিয়ে যায় না। টিপু নোবেলজয়ী তার স্বপ্নের চারণভূমিতে - এক অসামান্য মননজগতে।
হঠাৎ করে টিপু হারিয়ে গেলেন। গতকাল শুনেই মনে হলো - এই তো তার ব্লগ, এই তো তার স্বপ্ন, এই তার পোস্ট, অক্ষর - সম্ভবত মন্তব্য করলেই তিনি জবাব দেবেন।
অস্পষ্ট অথচ বেশ দীর্ঘ একটা মৃত্যুলোকে তিনি চলে গেলেন। তার ফেলে যাওয়া প্রান্তরে পদচিহ্ন কেমন জাজ্বল্যমান। এমন মৃত্যুকে মেনে নেয়া যায় না।
নোবেলজয়ী টিপুর বিদেহী আত্মার জন্য শুভ কামনা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।