ভালো থেকো ফুল মিষ্টি বকুল ভালো থেকো গতকাল থেকে আমি যেনো এক অন্য মানুষ আমার চৌত্রিশ বছরের লুকানো প্রেমের কথা যখন অবলিলায় বলেছিলাম তোমায় গতকাল রাতে, সেই থেকেই আমি যেনো আর সেই আমি নই আমি যেনো অন্য এক মানুষ। আজ কয়েকবার আয়নার সামনে দাঁড়িয়েছি আমি আমাকেই দেখেছি আর দেখেছি আমার মধ্যে আর এক আমির বসবাস, সে আমির জন্ম গতকাল রাতেই আমি আমার অন্য আমির দিকে হাত বাড়িয়েছি,পরিচিত হতে, চৌত্রিশ বছরের আমাকে আমি বেমালুম ভুলে গেছি কী পাহাড় সমান কষ্ট চেপে রাখা সেই আমাকে আমি বিদায় জানিয়েছি হাত নেড়ে, এই আমির অশ্রু সজল চোখে। আজ সারাদিন আমার মনে পড়ছে সেই হারানো আমির কথা, বিদায় বেলায় যে দু'ফোটা জল দেখেছিলাম তাঁর চোখে; সেই জল আজ এই আমার চোখের কোনে। বিদায়,ভালো থেকো আমার আমি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।