আমাদের কথা খুঁজে নিন

   

সময়ের কির্তদাস

জিনিয়াস কিংবা এক্সট্রা-অর্ডিনারি না হতে পারার দূ:খ কখনই আমাকে কষ্ট দেবার সুযোগ পায়নি আর আমি সাধারনের মাঝে একজন একজন অতিসাধারন, আমার মেধাবি গাধা হবার কোন ইচ্ছা নাই। আর এভাবেই আমি কাটিয়ে দিতে চাই আমার জিবন্টা, আমি নীল আমার এই আমাকে নিয়ে অনেক সুখি। মিথ্যার ভেলায় তুমি ভেসে গেছ, তোমার ভেলার মাঝি আমায় বানাতে কি পেরেছ ? তোমার চোখের জল আজ দুষিত কিন্তু আমি ছুঁয়ে দেখি নি, আমি হেঁটে চলেছি আমার পথে তোমার বিষাক্ত হাসিতে হারাই নি, তুমি স্পর্শ করেছে আমায় আমি অনুভব করিনি, আজ আমার করুণায় তোমার তরী অজানায় ভাসে। তোমার স্বপ্ন আজ হাসে উপহাসে। আজ তুমি সময়ের কির্তদাস আমার দেহে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।