এসো নীপবনে জীবন জীর্নতার মাঝে আমাদের কথা বলে কি কেউ? কই? নিটোল হাসি মুখে বার বার ফিরে আসে নাতো কেউ। উধাও আকাশটারে ছুঁব বলে সাধ-স্বপ্ন ক্ষীন হয়ে আসে মৃত্তিকার গাঁয়ে মাথা রেখে; বিভ্রান্তির ভয় ভাসে আশা নাম নিয়ে। আমাদের সাথে হবে কার মিতালী? আমারা তো উন্মুক্ত প্রান্তরে উড়ে বেড়ানো খড় বিচালী; সাধু নই, সন্ন্যাসী নই, তবু হেঁটে চলি বাউলের মতো দূরে পথে পথে- কতনা বিপথে; শুনে যাই শব্দবান সুরে সুরে, সে কি অমৃত নয়! আমাদের মনে রাখে কোন সে মন? নিয়তিরে পাছে ফেলে আপনারে দিতে চায় নির্বাসন, কোন সে জন? চালহীন-চুলাহীন ভাগারের পথে ছুটে যার মন, তারে বাধিবারে, সাধিবারে সুখ মুঠি মুঠি জেগেছেরে মন কোন অভাগারে দেখে হয় সুখ। দুখের দাড়িতে নাই বা দিলাম পা। পাখির মতো আমিও হারিয়ে যাবো অজানা কোনো দেশে। তখন যতো পারো মীনের মা ভেবো এ মনটারে; ভেবো মুল্যহীন পাথরের শিলা; তবু নত জানু হয়ো না যেনো ঐ সাগরের। ভুলে যেয়ো আমাদের সেরে যাবে ক্ষত এই সময়ের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।