বিষণ্ণ ভালোলাগায়। ফুলটা পড়ে ছিল রাস্তার এক পাশে গোলাপ? হ্যা, গোলাপই তো! নিদারুণ অবহেলায় পথচারীর ব্যস্ত পদে পিষে পিষে যাচ্ছিল... সৌন্দর্যটুকু নিংড়ে যায়নি এখনও অথচ কারো কোন ভ্রুক্ষেপই নেই! অথচ কিছু প্রহর আগে; এইতো খানিক আগে- ভালোবাসার মানুষটির জন্য কিংবা শুভ ক্ষণটির শুভ্রতার জন্য তাহার কী-ই না আদর! কত সমঝদারের মুগ্ধ নজর! সময় বুঝি এমনই! এমন শীতল ক্রীড়ানক! চির জাগরুক থেকে সব শৌর্য, সব সৌন্দর্য আর সব আশ্চর্যকে তুচ্ছ ধূলিকনায় মিলিয়ে দেয়! সব কায়া, সব মায়া আর সব প্রিয় ছোঁয়াকে নীরব লাস্যে মুছে দেয় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।