অতীত চলে যায়
পিছে ফেরা বৃথা তাই
তবু কেন অতীতে মন আজও চলে যায়
অতীতের কেউ তো ফিরে না তাকায়
জীবন কি বৃথা হয়ে গেল হায়?
এ বৃথা জীবনে আজ
কে যেন চরায় নতুন সাজ
কে যেন আলো করে দেয় বর্তমান
আজকের শত রঙ্গে সে রাঙ্গায় এ ভুবন
ভুলায় নিয়ে চলে সামনে।
অতীতকে পিছে ফেলে
নব দিনের আশা দিয়ে
সে স্বপ্ন দেখায় মোরে
সে, আমি হারিয়ে যাই অগচরে
অতীত ও বর্তমানের মিলনক্ষণে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।