ঘাস-পাতা আর সমুদ্র, কখনওবা মাটি ও পাথরের মেলবন্ধনের প্রানন্তকর চেস্তা......মেঘমালা কখনওবা শনির বলয়ের সৌন্দর্য ব্যাখার অপচেষ্টা...... যখন থাকেনা আর কিছু করার কিংবা চাওয়ার আর বারবার তাকিয়ে থাকার না পাওয়ার, যন্ত্রণায় দগ্ধ হওয়ার যাতনায় ফিরে ফিরে আবার আসার এই অসাড় ফিরে আমার। সময়কে ছেড়ার চেষ্টা বারবার সুরুজের কতবার সে এ মুখ –সে মুখের কথায় ছুটেছে বারমুডা ট্রায়াঙ্গালে , আরও কতওবা জায়গায় লুটেছে কিন্তু সুরুজ পারেনি তার পূরণের স্বপনের। অবশেষে নরথ-পোল আর সাউথ পোল এক সাথে মিশিয়ে সে পেল সময়চক্রযান সেই পরম বিন্দু যা তাকে এগিয়ে দিল শত-সহস্র কিংবা তারও বেশী সময়তায়। সুরুজ ছুটছে তার লব্ধি সময়তায় যেখানে ছিল সে শুরুতে, সময়কে ব্যবচ্ছেদ করে –করে মায়াময়তায় সে এগিয়ে চলল সৃষ্টির পূর্ণতা বিন্দুতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।