আমাদের কথা খুঁজে নিন

   

নিরব যন্ত্রনা...

আসবে বলে আছি আশায়...! "নিরবে নিবৃতে, দু'চোখের জল ফেলি; অপ্রত্যাশিত কালো ছায়ার পথে চলি, এভাবে চলবে জীবন, হারাবে গহীন অরন্যে; এ ছাড়া অন্য পথ নেই, তুমি বিহনে..." ভালোবাসা এক নিরব যন্ত্রনা, যার বিচার বিশ্লেষন করা যায় না। আর তা বুঝতে পারলাম তাকে ভালবেসে। মেয়েটিকে প্রথম দেখাতেই ভালো লেগে যায়, তাকে যে ভালোবাসব কিংবা অল্প কয়েক দিনেই তার প্রেমে পরে যাব ভাবতেই পারিনি। তবু ও ভালবাসা-ভালবাসি। মেয়েটি একটি বেসরকারী বিশ্ব-বিদ্যালয়ে পড়ে, দেখতে ও খারাপ না।

কেমন জানি সরলতাময় মায়াবী একখানা মুখ। যা দেখলেই কেবল দেখতে ইচ্ছে করে। একজন আধুনিক পরী। ওহ, দুঃখিত। আমি পরী দেখেনি।

শুনেছি কেবল। পরীরা সুন্দরী হয়। মেয়েটিকে আধুনিক পরী বলার কারন হল, মেয়েটি আমার চোখে পৃথিবীর শ্রেষ্টতম সুন্দরী এবং সে সিম্পলি ফ্যাশনাবল। ওর নাম টায় তো বলা হয়নি। ওর নাম সিজ।

অদ্ভুত নাম। অদ্ভুত তো হবেই, এযে অদ্ভুত প্রেম। আমি কে? আসলে আমি কে, আমি জানি না। যিনি গড়েছেন তিনিই জানেন। আর হয়তো আমার পড়শীরা জানেন।

আমি কেবল জানি, আমি এক সৃষ্টি, স্রষ্টার। মানুষ বলা বড় দায়। মানুষ হওয়া পৃথিবীর কঠিন কাজ। আমি সিজ কে জানালাম, তোমাকে ভালোলাগে এবং ভালোবাসি; কতটা ভালোবাসি তা জানিনা। জানি অনেক ভালোবাসি, যা কেও তোমাকে ভালোবাসতে পারবেনা কখনো।

"যদি মহালয়ের সমস্ত ভালবাসা এক কর, কিংবা সমস্ত আত্মার ভালোবাসা জড়ো কর; হয়তোবা আমার ভালোবাসার সম হবেনা। আমার মতো কেউ তোমাকে, আপন করে নেবেনা..." সে সহজ বাক্যে বলে দিলো, আমাকে তার ভালোবাসা সম্ভব নয়, এমন কি কখনো ভালবাসা সম্ভবপর হবেনা। আমি কয়েক সহস্র বার বলেছি, ভালোবাসি,ভালোবাসি,ভালবাসি। সে বলেছে, না। (এ গল্পটি খুব ছোট করে লিখা।

এটা গল্প হল কিনা তা ও জানি না। তবে এই কয়েক টি বাক্যের মাঝে অন্তর্নিহিত আছে অনেক দিনের একটা সত্য কাহিনী। একটি পাগলের নির্ভেজাল প্রেম। যে শুন্যতায় নিজেকে হারিয়ে ফেলেছে আধাঁরে, কালোছায়ার পথে; তাকে পাবার আকুলতায় প্রতীক্ষার প্রহর গুনে সারা বেলা। একটায় আশা কিংবা স্বপ্ন অথবা কল্পনা; তার একবিন্দু নির্ভেজাল ভালবাসা) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।