যাক না কেঁটে নিরব নি:সঙ্গতায়
আরো একটা সকাল,
জানালায় বসে-
দৃষ্টি হারিয়ে দূর দিগন্তে।
যাক না কেঁটে দূপুরটা
স্বপ্ন ঘুমের আলসেমীতে,
নতুন কোন কল্প-গল্পে।
যাক না কেঁটে বিকেলটা
বৃষ্টি ভেঁজা সোঁদা গন্ধে-
চেনা বা অচেনা পথ হেঁটে।
যাক না কেঁটে আরো একটা রাত
কৃষ্ণকালো আঁধারে
অথবা নীল জোছনা ধারার
ঘুমহীন শূন্যতায়।
চাইনা বুঝতে আর অতৃপ্ত প্রশ্নটা,
চাইনা জানতে উত্তরটাও,
চাইনা খুঁজতে আর হারনো সুরটা-
যাক না কেঁটে আরো একটা দিন,
বেসুর সুরের বেতাল তালে।
হয়তো এই বেশ ভালো-
থেমে থাকা মূহু্র্ত আর
ছুটির শেষ ঘন্টা....।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।