আমাদের কথা খুঁজে নিন

   

নিরব রাতের ছড়া

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

এখন আমি ছন্দ গড়ব এখন সবাই ঘুম এখন আমি কষ্ট খুড়ব নিরব আমার রুম মনে আমার ইচ্ছেমত ভাবব কত কথা কত ভাঙা স্বপ্নগুলো মনেই দেবে ব্যাথা এখন ভীষণ আধার ওগো এখন সবাই মৃত তাইতো আমি একাই সজীব নিজের কাছেই ধৃত কেউ দেখেনা দুঃখ বিলাস কেউ দেখেনা শোক সবাই ভাবে পাগল আমি রাগ জাগাটাই রোগ আমি জানি কেনো জানি হয়তো সেটাও মিথ্যে জানার মানেই সত্য হবে লেখা যে কোন চিত্তে? এখন আমি ঘুমকে ডাকি ঘুম যে আমার পোষ্য এখন আমি উল্টো হাঁটি কেউবে বুঝবে না রহস্য এমন নিরবতার মাঝে ওগো আলোর মাঝে হারাই কত যে বন্ধুর বারানো হাতে হাতটি আমার বাড়াই... ৫/১/২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।