আমাদের কথা খুঁজে নিন

   

নিরব দর্শক

তোতা পাখির জগৎ খাঁচায় বন্দি.... তার ভাষা মনিবের বাক্যেই সীমাবদ্ধ। তোতাপাখি হতে কীবোর্ড ধরিনি, এখানে তোতাপাখি হতে আসিনি!! আমি শুধু দেখছি... কিছু বলছি না। তারা খেলছে, ভাঙ্গছে, লুটে খাচ্ছে... আমি শুধু দেখছি!! তবে যেদিন আর সইতে পারবো না... দেয়ালে যখন থেকবে পিঠ, শুধু হুংকার দেবো, "অনেক সয়েছি, আর নয়... ওরে ব্যাটা থাম!! এবার আমি দেখাবো তোদের বাঙ্গালীর বুকে কত এ মাটির মান।" সেদিন আমার দৃষ্টিতে হবে বজ্রতীরের বাস প্রবল ঝড়ে ভেঙ্গে হবে চুরমার ওরা, যেখানেই লুকাক!! সেদিন আমি মহাপ্রলয়, কেয়ামতের রূপ আমার নিরবতা দুর্বলতা নয়, শুধু সংযম বোধে আমি এখনো নিশ্চুপ। বাঁধ ভাঙ্গবে... ঝড় আসবে... ছুটবে আলোর মিছিল। বাংলা মায়ের কত গৌরব জানবে বিশ্ব নিখিল!! --------------------------------------------- "নিরব দর্শক" রায়ান ঋদ্ধ সন্ধ্যা ৭:২৭ রবিবার, ৯ জুন, ২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।