বেপোয়া মানুষ সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার সহযোগী সংস্থা এগমন্ট গ্রুপের সদস্যপদ পেল বাংলাদেশ। বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে সহায়তা দিয়ে থাকে আন্তর্জাতিক সংগঠন এগমন্ট গ্রুপ। দীর্ঘ প্রতীক্ষার পর দ্য এগমন্ট গ্রুপ অব ফাইন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সদস্যপদ পেয়েছে বাংলাদেশ। বুধবার বাংলাদেশ এই সদস্যপদ পেয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। অবৈধভাবে মুদ্রা পাচার, মাদক পাচার ও জঙ্গিবাদের মতো অপরাধে অর্থায়ন বন্দ ও অপরাধীদের প্রতিরোধে এই আন্তর্জাতিক সংগঠনটির সদস্যরা একে অন্যকে সহায়তা করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।