আমাদের কথা খুঁজে নিন

   

রাতের পদাবলি

শাফিক আফতাব................ রাতের নৈঃশব্দে নিঃসঙ্গ নির্জন আমি ছিন্ন করি বন্ধুত্ব, সুতোয় বাঁধা সর্ম্পকসকল ; আঁধারে ঠেস দিয়ে একাকিত্বের সুধা মেখে গা এলিয়ে দেই রাতের গহ্বরে_ রাতের তারা নিরন্তর জ্বলে কালনিরবধি আর কল কল বয়ে যায় ঘাঘটের জল_ নির্জনতা, পুলকের পশরা নিয়ে আসে বর্ষায়, আহা! ব্যঞ্জনা কীসের আঁধারের স্বরে। রাত, নিঃসঙ্গ রাত আমার, যেন দুধে ধুয়ে দাও সারাদিনের কর্মক্লান্ত শরীর ; তারপর কাছে ডেকে আদর করো, নব বঁধুর মতোন সুঘ্রাণে, সুধাময় প্রাণে_ আকাশে নক্ষত্রপুঞ্জ, আর শহর যেন ঝাউশাখের অজস্র জোনাকির ভীড়_ মধুস্বরের ব্যঞ্জনা ভাসে রাতে, কবির কবিতায় আর পদাবলি গানে। রাত, তুমি ঘুমের পরশ বুলিয়ে দাও ; যেন স্নেহময়ী মা তুমি, বলছো শোলক ; উষ্ণ আবেশ দিয়েছো, শ্বাসে প্রশ্বাসে আর ঘুমের অলসতায় একগুচ্ছ পুলক। তোমার কোলে মাথা রেখে ভুলে যাই জীবনের যত ঘাত-অভিঘাত, প্রতিঘাত, তুমি শান্তির আধার আমার, সুন্দরতম অনুষঙ্গ, পুলকের অবিরাম ধারা প্রপাত। রাত ; তোমার নৈঃসঙ্গে, নিঃসঙ্গ আমি, তবু যেন ভরপুর তোমার স্পর্শের উত্তাপে ; তোমাতে ডুবে মরি, পরাণের গহীনে আনন্দ আসে, টুপটুপ মধুর সংলাপে। ১০.০৭.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।