আমাদের কথা খুঁজে নিন

   

পরিপূর্ণ বেদেনী হয়ে উঠতে পারিনি

মায়াবতী এই প্রহর আমি বেদেনী, সর্পচর্চা করি। ছোটখাট সাপ ধরি। কিন্তু পরিপূর্ণ বেদেনী হয়ে উঠতে পারিনি, তাই- গোখরাকে বশ মানাতে পারিনি... তবুও সর্পচর্চা করি- পরিপূর্ণ বেদেনী হয়ে ওঠার আশায় গোখরার বিষদাঁত ভাঙার স্বপ্ন দেখি; আর- ছেটখাট সাপ ধরি। একদিন জোছনার অলক্ষে, দেখা হয়ে যায় গোখরার সাথে, আর ফুঁসতে থাকি আমি, ফণা তুলে দাড়াই আমি, কারণ- গোখরাটাই আমাকে ধরতে চায় জড়িয়ে; এ কেমন পাগলামি! গোখরার বিষদাঁত ভাঙার স্বপ্ন নিয়ে এগিয়ে যাই- অসাবধানতাবশত: গোখরাটাই আমাকে ধরে ফেলে; আর আমি গোখরার বিষদাঁত ভাঙার আগেই পরিপূর্ণ বেদেনী হয়ে ওঠার আগে দংশিত হই, হতেই থাকি শীতল অনুরাগে...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.