বন্ধনহীনতার দায়টা জানি একলা আমারই। হৃদয়ের সচিত্র ব্যাকরণ পরিপূর্ণ বাক্য গড়তে ব্যর্থ আরো একবার। নির্বাক কষ্টগুলো কুড়ে কুড়ে খেয়েছে গহীন থেকে গহীনে উইপোকার মত নির্জনে নিঃশব্দে। বেদনার বর্ণ হয়েছে নীলের অতলে লীন। তারপরও ভাষাহীন হৃদয় তার বর্ণমালা খুজে পায়নি আজও।। জীবনকে গড়েছি যতবার ব্যবচ্ছেদ করেছি তারও বেশিবার দূর্জয় প্রেমের স্বর্গালোক গড়তে ব্যর্থ--রক্তাক্ত জমীনে হেটেও শতবার। কাটাছেড়ার হোলি খেলায় দুমড়ে গেছি যতবার গ্লানিতার আর্তনাদে জীর্ণ হয়েছি তারও বেশিবার। তবুও শ্রান্ত হৃদয় একটি পরিপূর্ণ বাক্য গড়ার বর্ণমালা খুজে পায়না আজও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।