আমাদের কথা খুঁজে নিন

   

উস্তাদ সুজাত হুসেন খাঁ - গজল ও সূফী সঙ্গীত - হাজারোঁ খাহিসেঁ

মরণ আমার ভালো লাগে উস্তাদ সুজাত হুসেন খাঁ (১৯৬০ - ) হলেন হিন্দুস্থানি উচ্চাঙ্গ যন্ত্রসঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ সিতার মায়েস্ত্রো। ইমদাদখানি ঘরানার সুযোগ্য প্রতিভূ উস্তাদ সুজাত হুসেন খাঁ'র ঐতিহ্যবাহী সঙ্গীত ও বাদ্যযন্ত্রী পরিবার থেকে বিগত সাত পুরুষ ধরে উঠে এসেছেন বিশ্বসেরা ও কালজয়ী সিতার ও সুরবাহার বাদকগন। তাঁর পিতা হলেন কিংবদন্তীর সিতার বাদক উস্তাদ বিলায়েত খাঁ, পিতামহ উস্তাদ ইনায়েত খাঁ ও প্রপিতামহ উস্তাদ ইমদাদ খাঁ। ময়মনসিংহের গৌরীপুরে শেকড়-প্রোথিত এই সুবিখ্যাত পরিবারে আরও রয়েছেন উস্তাদ ইমরাত খাঁ, উস্তাদ শহীদ পারভেজ ও সূফী সংগীতশিল্পী, যিলা খান। উস্তাদ সুজাত হুসেন খাঁ'র জন্ম ১৯৬০ সালে কলকাতায়।

কিংবদন্তীর বাদ্যযন্ত্রী পরিবারে জন্ম নেয়ায়, সিতার বাদনে তালিমের মধ্য দিয়েই তাঁর বেড়ে ওঠা। তখন থেকেই তিনি সিতার বাদনের বিশেষ ধারা 'গায়কী অঙ্গ" রপ্ত করেন ('গায়কী অঙ্গ''-এর বিশেষত্ব হল, বাদনের এই ধারায়, মানুষের কণ্ঠ বা কথাকে সিতারের মূর্ছনায় ফুটিয়ে তোলার বা প্রতিধ্বনি করার চেষ্টা করা হয়, ফলে বাদন হয়ে ওঠে অতীব শ্রুতিমধুর)। সিতার বাদনের পাশাপাশি উস্তাদ সুজাত হুসেন খাঁ উচ্চাঙ্গ কণ্ঠ সঙ্গীতেরও শিক্ষা নেন। সিতার বাদন তাঁর ঐতিহ্যে আর রক্তে প্রবাহিত, তাই অচিরেই অসাধারন বাদন তাঁকে এনে দেয় অভূতপূর্ব জনপ্রিয়তা। তিনি হয়ে ওঠেন সেই বিরল বাদ্যযন্ত্রীদের একজন যারা বাদনের পাশাপাশি কণ্ঠ সঙ্গীতেও সমান পারদর্শী।

উচ্চাঙ্গ সঙ্গীতের অন্যান্য উস্তাদ ও পণ্ডিতদের সাথে তাঁর আরেকটি বড় পার্থক্য হল, তিনি গান বাজনা নিয়ে আগাগোড়াই এমন বিচিত্র ধরনের পরীক্ষানিরীক্ষা করে চলেছেন, যা উচ্চাঙ্গ শিল্পীদের জন্য অভূতপূর্ব। সিতারের সাথে সূফী সঙ্গীত, লোকগীতি, যুগলবন্দী নিয়ে তাঁর সকল প্রচেষ্টা ও এক্সপেরিমেন্টই বিস্ময়করভাবে সফল ও জনপ্রিয় হয়েছে। সৃষ্টিশীল ও কাজপাগল এই শিল্পীর ৬০ টির বেশি অ্যালবাম তাঁকে, বোদ্ধা ও সাধারন শ্রোতা নির্বিশেষে, বিশ্বব্যাপী এনে দিয়েছে বিপুল জনপ্রিয়তা। সূফী সঙ্গীত ও গজলের প্রতি বিশেষ দুর্বলতার কারনে তাঁর বেশ কয়েকটি সূফী ও গজলের অ্যালবাম প্রকাশিত হয়েছে। তাঁর আরেকটি বড় কীর্তি হল, বিশ্বখ্যাত 'কামাঞ্চেহ' বাদক, ইরানের 'কেয়হান কালহোর' সাথে বিখ্যাত যুগলবন্দীর বাদকদল গঠন।

'গজল' নামক এই যুগলবন্দীর ব্যান্ডটি এ পর্যন্ত ৪টি অ্যালবাম বের করেছে, যার সবকটিই বিশ্বব্যাপী জনপ্রিয় হয়েছে। এই ব্যান্ডের সর্বশেষ অ্যালবাম, 'দ্যা রেইন', ২০০৪ সালের গ্র্যামি পুরস্কারের জন্য মনোনয়ন পায়। উস্তাদ সুজাত হুসেন খাঁ - গজল ও সূফী সঙ্গীত - হাজারোঁ খাহিসেঁ 'অ্যা থাউজ্যান্ড ডিজায়ার্স' শীর্ষক এই অসাধারন অ্যালবামে, একাদশ শতাব্দী হতে প্রায় হাজার বছর সময়কাল থেকে বেছে নেয়া কালজয়ী গজল, সূফী কাব্য ও সঙ্গীত বিধৃত হয়েছে। হজরত আমীর খুসরো, মীর্জা আসাদুল্লাহ খাঁ গালিব ও মীর তকি মীর - এর অমর কাব্যগীতির সাথে গায়কী অঙ্গে সিতারের মূর্ছনা ও উস্তাদজির সুমিষ্ট কণ্ঠসঙ্গীত শ্রোতাকে নিয়ে যায় এক স্বর্গীয় আবহে, এক অতীন্দ্রিয় অনুভূতির জগতে, যেখানে সিতার কাব্যের সাথে কথা বলে। ০১।

ছাপ তিলক (ন্যায়না মিলায়কে) - আমীর খুসরো ০২। হাজারোঁ খোয়াশিসেঁ - মীর্জা গালিব ০৩। মান কুন্ত-ও-মাওলা - আমীর খুসরো ০৪। আজ রাঙ হ্যায় - আমীর খুসরো ০৫। বাজিচা এ আতফাল হ্যায় - মীর্জা গালিব ০৬।

ম্যায়ঁ তো পিয়া সে - আমীর খুসরো ০৭। মেরে মাচলে হুয়ে - মীর তকি মীর কোয়ালিটি - ১২৮ কেবিপিএস এমপি৩ ফাইল সাইজ - ৭১ মেগাবাইটস ডাউনলোড - উস্তাদ সুজাত হুসেন খাঁ - হাজারোঁ খাহিসেঁ  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.