আমাদের কথা খুঁজে নিন

   

উস্তাদ হুমায়ুন আমাদের কি কি শিখিয়েছেন

ভুল করেছি,প্রায়শ্চিত্য করবো না, তা তো হয় না যদিও আমার প্রিয় ব্যক্তি এই ধরণী ছেড়ে চলে গেছেন ১ বছর হয়ে গেলো তবুও তাকে কখনোই ভুলি নি, যার লেখা আমাকে লিখতে শিখিয়েছে তাকে কি ভুলা আদৌ সম্ভব. হুমায়ুন স্যারকে নিয়ে আমার একটি পুরনো লেখাই আজ আবার শেয়ার দিলাম: হুমায়ুন আহমেদ তার কলমের লেখা,পরিচালিত নাটক, রুপালী পর্দা এবং গানের মাধ্যমে আমাদের কি কি শিখিয়েছেন - ১。 দারিদ্রতার মধ্যে থেকেও জীবনকে যতটুকু সম্ভব উপভোগ করা। যেগুলোর মাধ্যমে মনকে প্রফুল্ল রাখতে আলাদা করে পয়সা লাগে না - - বৃষ্টিতে ভেজা,যদি কারো ঠান্ডাজনিত বা শারীরিক সমস্যা থাকে সেক্ষেত্রে একমনে বৃষ্টির শব্দ শোনা 【বিশেষ করে টিনের চালে】আর সেই সাথে রবী গুরুর গান: আজি ঝরঝর বাদল মুখর দিনে, জানি নে... আমি জানি নে - জোছনা রাতের অপরুপ সৌন্দর্য উপভোগ করা 【পরিবারের সবাইকে সাথে নিয়ে,আর পরিবারের মধ্যে যে ভালো গান গায় তাকে গান গাইতে বলা,বাকিরা মনযোগ দিয়ে শোনা】 - গরীব হয়ে জন্মেছি বলে জীবনটাই বৃথা; এ ধরনের হীনমন্যতায় না ভোগা ২。 জীবনে যতদিন বাঁচব, বাঁচার মত বাঁচব । যেটা করতে ইচ্ছা হবে করব, খেতে ইচ্ছে হবে খাব। মোটকথা কথা জীবনকে উপভোগ করব, মনের ইচ্ছা পূরণ করব। মানুষ হইয়া জন্মাইছি কিন্তু কোন ভুল করবো না তাতো হয় না।

৩。 সমুদ্রের কাছে গিয়ে গর্জন শোনা এবং এর বিশালতা দেখে উপলব্ধি করা- মানুষ হিসেবে আমার অহংকার দেখানো,দাম্ভিকতা থাকা উচিত নয়। ৪。 নিজে যে অবস্হায় আছি তাতেই সন্তুষ্ট থাকা, তাহলেই কেবল সুখ পাওয়া যাবে। হায় হুতাশ না করা, এটা পেলাম না- ওটা পেলাম না ৫。 সমাজের ক্ষমতাবান লোকদের উচিত আশেপাশের নিরীহ লোকদের প্রতি সদয় হওয়া। ৬。 প্রত্যেকটা মানুষেরই মাঝেমধ্যে একটু আধটু পাগলামি করতে ভাল লাগে- আর এ থেকেই হিমু হওয়া ৭。 মিসির আলী হয়ে সমাজের বিভিন্ন ঘটনার রহস্য উদ্ঘাটন করে সত্যকে সবার সামনে তুলে ধরা। ৮。 কঠিন সত্য কথাগুলো সরাসরি শুনতে কারোরই ভাল লাগে না।

উপদেশের এই কঠিন সত্য বাণীগুলো সুন্দরভাবে গুছিয়ে হাস্যরসের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা। ৯。 নাটক সিনেমায় সমাজের বাস্তবতা তুলে ধরা [আমাদের সমাজে হিন্দু মুসলিম ধর্মীয় কথাবার্তা- নিয়ম কানুনের প্রভাব বিস্তর,এগুলো তুলে ধরা] । ধর্মীয় বিষয়গুলোকে পাশকাটিয়ে কিছু বানালে তাতে আমাদের সমাজের সত্যিকার চিত্র কখনও ফুটে উঠবে না। ১০。 জীবনে টাকা-পয়সার গুরুত্ব অপরিসীম,আর এই টাকা উপার্জন করতে গিয়ে লোকজন লোভী বললেও তাতে ভ্রুক্ষেপ না করা ১১。 সমাজে যেমন অনেক খারাপ মানুষ আছে তেমনি অনেক খারাপ বাবাও আছে [সন্তানদের দৃষ্টিতে, যদিও বিভিন্ন ধর্মের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বিয়ে করেছিলেন নিজের মেয়ের বান্ধবীকে] ১২。 খারাপ নিষ্ঠুর পশুরুপী মানুষদেরকে শুধু আশেপাশের মানুষেরাই ঘৃণা করে তা নয়, বরং জীব জন্তুরাও ঘৃণা করে। বহুব্রীহি তে পাখির কন্ঠে "তুই রাজাকার" তারই বহিঃপ্রকাশ ১৩。 যারা অন্ধভক্ত তারা সমাজের জন্য বিপদজনক কারন তাদের উপর কোন হুকুম আসলে সেটা ভাল কি মন্দ তা বিবেচনা না করেই তামিল করে, এধরনের লোকের সংখ্যা যত কম হয় পৃথিবীর জন্য ততই মঙ্গল।

১৪。 কারও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো আবার কারো ক্ষেত্রে নীরব থাকবো এটা ঠিক নয়, অন্যায়ের প্রতিবাদ করলে সবার অন্যায়ের বিরুদ্ধেই প্রতিবাদ করা উচিত ১৫。 অন্যের লেখা বই পড়ার পাশাপাশি নিজের লেখা নিজে পড়ার মধ্যেও যে একটা আলাদা অন্যরকম মজা পাওয়া যায় সেটাও আপামর বাঙ্গালিকে তিনিই শিখিয়েছেন ১৬。 একজন সত্যিকারের লেখক যে শুধু পাঠকই তৈরী করে তা নয় বরং পাঠকের লেখনী শক্তিকে বের করে এনে শত শত লেখক তৈরী করে. হুমায়ুন আহমেদ স্যার তার সকল লেখা, নাটক ও মুভির মাধ্যমে চেষ্টা করেছেন গোড়া মনোভাবাপন্ন লোকের সমাজে একাত্নভাবে মিশে যেতে, এরপর ধীরে ধীরে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন- কোনটা সঠিক আর কোনটা বেঠিক, মানুষের মনের ভেতরে অনুভূতি জাগ্রত করেছেন, তারা বুঝতে সক্ষম হয়েছে: এই জিনিসটা গোড়ামী, এক্ষেত্রে চেঞ্চ হওয়া দরকার. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.