আমাদের কথা খুঁজে নিন

   

সন্তান জন্মদানে মাঝারি উচ্চতার পুরুষরা সফল

Engineer Ashikujjaman Ashik লম্বা, শ্যামলা ও সুদর্শন পুরুষরাই নারীদের স্বপ্নের পুরুষ। কিন্তু বিজ্ঞানীরা এক গবেষণায় দাবি করেছেন, মাঝারি উচ্চতার পুরুষরাই সফল এবং বেশি সন্তান জন্মদানে সক্ষম। ‘বিহেইভিয়ারিয়াল ইকোলোজি অ্যান্ড সোসিওবায়োলোজি’ নামক সাময়িকীতে গবেষণাটির ফল প্রকাশ করা হয়েছে। পুরুষদের নিয়ে গবেষণা করা বিজ্ঞানীরা বলেছেন, পাঁচ ফুট ১০ ইঞ্চির পুরুষরাই সবচেয়ে বেশি সফল। এ রকম উচ্চতার পুরুষেরা গড়ে আড়াইটিরও বেশি সন্তান জন্মদান করতে পারেন।

বিজ্ঞানীরা আরও বলেন, সাধারণত মাঝারি উচ্চতার পুরুষেরা আগেভাগে বিয়ে করেন। এর ফলেও তারা বেশি সন্তান জন্মদানে সক্ষম। গবেষক দলের অন্যতম নেদারল্যান্ডের ইউনিভার্সিটি অব গ্রনিনজেনের অধ্যাপক গার্ট স্টাল্প বলেছেন, পশ্চিমা সমাজে আগে থেকেই এ ধারণা চলে আসছে যে লম্বা পুরুষদের বেশি সন্তান হয়। নতুন এ গবেষণার ক্ষেত্রে উচ্চতা ও সন্তানের সম্পর্ক সংক্রান্ত আগেকার গবেষণাগুলো থেকেও তথ্য নেওয়া হয়েছে। ১৯৫৭ সালে স্কুল ছেড়েছে, এমন তিন হাজার ৫৭৮ জন মার্কিন পুরুষের ওপর গবেষণা চালিয়ে এ তথ্য পাওয়া গেছে।

গবেষণায় দেখা গেছে, ১৭৭ দশমিক ৭৯ সেন্টিমিটার লম্বা পুরুষদের সন্তান জন্মদানের হার দুই দশমিক ৫৭। আর এর থেকে ছয় সেন্টিমিটার লম্বা অথবা খাটো (পাঁচ ফুট সাত ইঞ্চি অথবা ছয় ফুট) পুরুষদের এ হার দুই দশমিক ৫২। আর এ থেকে ছয় সেন্টিমিটার খাটো পুরুষদের হার দুই দশমিক ৩৬। গার্ট স্টাল্প বিবিসিকে বলেছেন, সন্তান জন্মদানের ক্ষেত্রে লম্বা পুরুষের সফলতা সর্বোচ্চ পর্যায়ে নেই। মাঝারি উচ্চতার পুরুষেরাই এ ক্ষেত্রে সবচেয়ে সফল।

বিবিসি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.