http://nilkhota.blogspot.com/
হাত কাপছে, লিখতে পারছি না! খবরটা শোনার পর থেকেই মন বিষন্ন হয়ে আছে। আমাদের সবার প্রিয় সঞ্জীব চৌধুরী মৃতু্র সঙ্গে লড়ছেন এখন। বাপ্পা মজুমদারের সাথে একটু আগে কথা বলে জানলাম- ব্রেন হ্যামারেজ হয়েছে আমাদের সবার প্রিয় সঞ্জীব দ্যার। অ্পোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন দলছুটের এই শিল্পী। আমাদের কাছে অবশ্য সাংবািদক হিসেবেই পরিচিত তিনি।
ভোরের কাগজ এর সেই সব দিনের কথা মনে পড়ছে এখন। হাসি খুশি আড্ডা প্রিয় আমাদের সঞ্জীব দ্যা।
আগের দিন রাতে নাকি প্রচন্ড মাথা ব্যাথা করছিল। বাসায় চিকিৎসা চলেছে। পরে অবস্থা অবনতির দিকে গেলে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
আপডেট: ১৭ নভেম্বর রাত ১০টা
এখনও অচেতনভাবে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি। চোখ মেলছেন না। ডাক্তারদের বেধে দেয়া ৭২ ঘন্টা সময়ের ২৪ ঘন্টা কেটে গেছে। আশাবাদী হওয়ার মতো কিছুই শোনাতে পারছেন না কেউ। সঞ্জীব দ্যার তিন বছর বয়সী মেয়ে কিংবদন্তীর জন্য মনটা হুহ করে উঠছে!
আপডেট: ১৮ নভেম্বর সকাল ১০টা
আজও লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে সঞ্জীব দ্যাকে।
তিনি যে অবস্থাতে আছেন, সেখান থেকে একমাত্র মিরাকল হলেই নাকি ফেরা সম্ভব। তাই যেন হয়। আবার সেই সঞ্জীব চৌধুরীকে ফিরে পেতে চাই আমরা।
আপডেট ১৮ নভেম্বর: রাত ৮টা
এক জন বলছিলেন কাল সকালেই নাকি শুনতে হবে না শুনতে চাওয়া সেই খবর। খুলে ফেলা হবে ওই ভেন্টিলেটর! এপোলো থেকে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ট্রান্সফার করার কথা ভাবা হচ্ছে ।
ভাল লাগছে না কিছুই!
আপডেট ১৮ নভেম্বর: রাত ১২ টা
স্যাটালাইট টিভি চ্যানেল এটিএন বাংলায় সঞ্জীব চৌধুরীর জন্য সাহায্যের আবেদন করা হয়েছে । স্বপ্নবাজ এই মানুষটির পাশে এসে দাড়াতে পারেন আপনিও।
বন্ধুরা টাকা পাঠাতে পারেন এই অ্কাউন্টে
শুভাশীষ মজুমদার বাপ্পা
স্ট্যাণ্ডার্ড চার্টার্ড ব্যাংক
সঞ্চয়ী হিসাব নং:১৮-১৩৬০৪০৩০-০১
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।