আগুনের কথা বন্ধুকে বলি,
দু'হাতে আগুন তারও!
কার মালা হতে খসে পড়া ফুল,
রক্তের চেয়ে গাঢ়!
যার হাতখানি পুড়ে গেল বধূ,
আঁচলে তাহার ঢাকো।
আজও ডানা ভাঙ্গা একটি শালিক,
হৃদয়ের দাবি রাখো!
একজন ডাকে দূরবর্তীকে,
মাস্তুলখানি দোলে!
মুক্তার লোভে কে হয় ডুবুরী?
ঝিনুকের মালা খুলে!
কে হায় বসিয়া অঙ্গ ভরিয়া,
গোধূলীর মায়া মাখো!
আজও ডানা ভাঙ্গা একটি শালিক,
হৃদয়ের দাবি রাখো!
পাতালের মেয়ে সূর্য চেনে না,
আঁধার তাহার ভাই!
প্রজাপতি বলে বুকে নাও তারে,
আলোয় তারে সাজাই!
কে তবে জ্বালায় ছায়ার শিখাটি?
কার মুখ চেয়ে থাকো?
আজও ডানা ভাঙ্গা একটি শালিক,
হৃদয়ের দাবি রাখো!
জলের ঝিয়ারী তিন ভাগ জলে,
মিশিয়ে দিয়েছে বালি।
বালিয়ারী ডাকে কাছে আয় তবে,
পাতালে আগুন জ্বালি!
পথ ছুটে যায় যার আঙ্গিনায়,
সেই পথ মেলে নাকো!
আজও ডানা ভাঙ্গা একটি শালিক,
হৃদয়ের দাবি রাখো!
একজন ডাকে দূরবর্তীকে,
মাস্তুলখানি দোলে!
মুক্তার লোভে কে হয় ডুবুরী?
ঝিনুকের মালা খুলে!
কে হায় বসিয়া অঙ্গ ভরিয়া,
গোধুলীর মায়া মাখো!
আজও ডানা ভাঙ্গা একটি শালিক,
হৃদয়ের দাবি রাখো!
আজও ডানা ভাঙ্গা একটি শালিক,
হৃদয়ের দাবি রাখো!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।