পারবে আমায় বলতে কোথায় ঐ দূর আকাশের শেষ কিংবা আমায় এনে দিতে নতুন সোনার বাংলাদেশ . . . . . . . . . অনুজীব হতে চাই কোন বিজ্ঞপ্তি ছাড়াই একদিন হারিয়ে যাব উত্তাল জনসমুদ্র হতে শুধু অস্বিত্ব থাকবে,যাতে একজন রমনী ও কয়েকটা তরুন বলতে পারে এই অবশিষ্ট ভালবাসা টুকু তাও আমাদের জন্য । প্রয়োজনে অনুজীব হব,ড্রেনড্রাইটের সমাধি হবে আমার তীব্র অনুভূতিতে । আমি অনুজীবই হতে চাই, তোমাদের প্রাসাদ হতে মাত্র তিন ইঞ্চি দূরে হবে আমার আবাস কোন পোষ্টমাষ্টার এসে টক টক করে বলবে না আর আমার অনাদর কিংবা কোন বিরোধীদল আঙ্গুল কাপিঁয়ে বলবে না "সরে দাড়া' তখন শুধু অস্বিত্বের আনন্দে দেখব একদল পানকৌড়ির সাতাঁর । সত্যিই অনুজীব হয়ে যাব, আর বিশ্ববিদ্যালয়ে গুরুজীর প্রাণহীন পাঠদানে মনোযোগ দিতে হবে না তৃষ্ণার্ত নিউরনে চোখ ঝিমিয়ে পরবে না পাশের সারির মানুষগুলোতে সজ্ঞানে নিয়মিত বংশ বিস্তার করে যাব অনুর্বর মষ্তিষ্কে আর নীরবে দিন মাস গুনে নিজের মৃত্যুকে ক্যলেন্ডার বন্দী করব । বিশ্বাস হচ্ছে না, আমি সত্যিই হারিয়ে যাব অনিয়মিত স্বপ্নের জীর্ণ বাগানে কোন রমনী আর হাত বাড়িয়ে ডাকবে না খানিকটা স্পর্শ নিতে আর কেউ অভিমানে মুছে দিবে না কবিতার এক প্যারা সম্পর্ক হয়ত শুধু একজন বলবে "তুমি আবার মানুষ হও" । দূরে একদল অস্হিবিহীন পথযাত্রী ইশারায় আমায় ডাকছে না জানি কি বুঝে মরিচা পরা স্বপ্নরাও নিঃশব্দে কাদঁছে শুধু এইটুকুই জানি,পনের কোটি সাক্ষী রইল আমি মানুষ ছিলাম, হায় !! সব কিছু তুচ্ছ করে আজি অনুজীব হতে চাই । -------------------------------------------------------------------------অনেক কষ্টে কবিতাখানা জন্ম দিলাম....। তালি গালি কিছু কইয়েন !! পইরা পালাইয়েন না ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।