আমাদের কথা খুঁজে নিন

   

মৎস্য শিকারি

"অ্যাবসার্ড" নেশা গ্রস্ত এক মৎস্য শিকারির গল্প। ভয়ের কিছু নাই ভাইজানেরা, মোটেও সিরিয়াস কিছু না। আমার নানার ভাই এর ছেলে। আমরা সবাই তাকে জজ মামা ডাকি। বাবার অঢেল ধন সম্পদের সুবাদে উনি কনোদিন কোন কাজের ধার কাছ দিয়েও যাননি।

তার একটাই কাজ সারাদিন সারারাত নদী, হাওর বিল এসব জায়গায় বড়শী দিয়ে মাছ ধরে বেড়ানো। একদিন নানাবাড়িতে দেখা হয় জজ মামার সাথে। কথায় কথায় আড্ডা জমে উঠে। সিগারেটে ধুঁয়ার কুণ্ডলী তুলে মামা শুরু করলেন তার মাছ ধরার কাহিনী। ঘটনাটা মামার জবানীতেই তুলে ধরছি।

"" একদিন সন্ধ্যার সময়, মাছ ধরতে যাব প্রস্তুতি নিচ্ছি, ঠিক এই সময় আমার এক দোস্ত এসে হাজির। অনেকদিন পর বিদেশ থেকে এসেছে। এখন আমি তো পড়লাম প্রবলেম এ। এতদিন পর দোস্ত এসেছে, এখন তাকে ফেলে কি করে যাই। আবার আরেক বন্ধু আমার জন্য অপেক্ষা করছে।

সে আমার মাছ ধরার পার্টনার। তোরা তো জানস ই, মাছ না ধরতে গেলে আমার শরীর মন ২ টাই খারাপ হয়ে যায়। অনেক চিন্তা করে ঠিক করলাম, বিদেশ ফেরত বন্ধুকে নিয়ে আজ মাছ ধরতে জাব। তাকে বললাম, দোস্ত চল, আজ আমার সাথে মাছ ধরতে যাবি। সে দেখি আমতা আমতা করে রাজিহয়ে গেল।

আমরা ৩ দোস্ত গেলাম মাছ ধরতে। জায়গাটা তিতাস নদীর ভাটি অঞ্চল। পৌছতে পৌছতে রাত ১০ টা বেজে গেল। চারদিক সুনসান নীরবতা এবং অন্ধকার। আমরা বড়শী ফেলে অপেক্ষা করছি,একদম পানির কিনারে।

এমন সময় হঠাৎ একটা সাপ আমার বিদেশী বন্ধুর উপর দিয়ে চলে গেল। আমার বন্ধু উঠে দিল দৌড়। এক দৌড়ে পার্শ্ববর্তী রাস্তায়। আমরা গেলাম তার পেছন পেছন। সে দেখলাম ভয়ে কাঁপছে।

তাকে অভয় দিলাম। কিন্তু কাজ হল না। তার কথা সে বাড়ী চলে যাবে। তখন তাকে বললাম, "দোস্ত এক কাজ কর,তোকে একটা বড়শী দিয়ে যাই, তুই এই রাস্তায় বসে মাছ ধর। " সে রাজি হল।

তাকে বড়শী দিয়ে আমরা আবার নদীর ভাটির দিকে গেলাম। দুরে থেকে আমরা তাকে খেয়াল করছি। কিছুক্ষন পর হঠাৎ তাকায়ে দেখি আমার দোস্ত নাই। দিলাম আবার দউর। কি ব্যাপার কে জানে?? তার যদি কিছু হয় তাইলে তো সর্বনাশ।

বাপ মায়ের একমাত্র সন্তান। গিয়ে দেখি, সে অজ্ঞান হয়ে পড়ে আছে। মুখ দিয়ে ফেনা টেনা বের হয়ে একাকার। তাড়াতাড়ি তাকে নিয়ে গেলাম পাশের গ্রামের এক বাড়ীতে। মাথায় পানি টানি ঢেলে কিছুক্ষন পর তার জ্ঞান ফিরল।

তাকে জিজ্ঞেস করলাম, "কিরে?? দোস্ত, তোর কি হইসে??" সে ভয়ে ভয়ে বলল," দোস্ত আমার বড়শীতে একটা দেও(দানব) ধরসে আমরা তো অবাক বলে কিরে??? বললাম , "ধুর বেটা, দেও দানব কইত্থে আইব??" বললাম ঠিকই, কিন্তু আমার নিজেরই কেমন জানি অস্বস্তি লাগছিল। আর আমার সাথের আরেক বন্ধু তো এই কথা শুইনা চিমসা মাইরা গেলো। তখন ওই বাড়ীর এক লোক বলল, "ভাই, আসেন তো দেখি উনার বড়শী টা কই??" তখন আমরা সবাই বের হলাম। গিয়ে দেখি তার বড়শী একটু দুরেই আছে। আমরা আমার বন্ধুকে বললাম, দেখ বেটা তোর বড়শী জায়গাতেই আছে।

এই কথা বলে গিয়ে আমি বড়শী ধরে দিলাম টান, সাথে সাথে হুর মুর করে ১০ হাত নিয়ে দেবী দুর্গার এক পানিতে গলে যাওয়া মূর্তি উঠে এলো বড়শীর সুতা ধরে এবং আমার দোস্ত ইয়া আল্লাহ বলে আবারো অজ্ঞান একথা শুনে আমরা সবাই হেসে গড়াগড়ি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.