ভালবাসি প্রাণ প্রিয় মা ও জন্মভূমিকে
ছোটকালে পড়েছি, মা ভাত দাও, এটা কি মাছ? ইলিশ মাছ। মাছ খাওয়া ভাল। শাক খাওয়া ভাল।
কিন্তু কিভাবে আর আমরা মাছ খাব। কি কি মাছে ফরমালিন দেওয়া নাই, বুঝব কিভাবে।
কারণ আমিতো মাছের ফরমালিন পরীা করতে পারিনা। ছেলেটাকে কিভাবে বুঝাব মাছ খাওয়া যাবে না। আর কিভাবে কৈ কিংবা শিং মাছ কিনব। অত টাকাতো নাই। কয় টাকাই আর রোজি করি।
দেখছো বাবা বাজারের 98 ভাগ মাছের কি অবস্থা? মৎস্য ব্যবসায়ীরা সাবধান। ধন্যবাদ ম্যাজিস্ট্রেট রৌকন -উদ-দৌলাকে। ধন্যবাদ ভ্রাম্যমান আদালতকে। যাহোক এবার যদি আমাদের মৎস্য ব্যবসায়ীরা আমাদের ভাল মাছ খাওয়ায়। যাহোক রৌকন -উদ-দৌলাকে আর একটা কাজ করতে হবে-মাংস পরীা করার আরেকটা যন্ত্র আনতে হবে।
কারণ মাংসটা গরু/ছাগলের কিনা তাও জানা প্রয়োজন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।