আমাদের কথা খুঁজে নিন

   

বিস্মৃত বিমুগ্ধলোক

ধিক্কার তাদের যারা স্বার্থপরতা, বিভ্রান্তি ও বিশ্বাসঘাতকতায় মানুষকে পরাজিত করতে চায়..... মেঘলা আকাশের গুড়োগুড়ি কিন্নর পরশে নিরালা মনের নির্ঝর কান্নারা মিলেমিশে চোখের জল নিসর্গ ধারায় ঝর্ণা বহে। তুমি তো রহি সহি আকাশের কান্না থামাতে পার না না থামাতে পারো হৃদয় কান্নার বহ্নি জ্বলে জ্বলে গলে গলে বিরহী। মেঘ কন্যার মেঘনা চোখের আয়না। মেঘ কাঁদে, মন কাঁদে অনন্তর কাঁদে শ্বাশতঃ কবিতা মানসীর চোখ কান্নার আড়ালে লুকিয়ে থাকে চরাচর না জানি কোন বিস্মৃত বিমুগ্ধলোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।