সমুদ্রে সমাধিস্থ হতে চাই
সুশান্ত নির্জন আবেগময় বিকেল
নব যৌবনা বালিকার মত নিজেকে সাজায় মাধুর্যে,
উন্মুখ আমায় জড়িয়ে ধরে অপার্থিব প্রেম।
তার সোনামাখা আলিঙ্গন অনুভব করি;
তাকে স্পর্শ করার চেষ্টা করি না বলেই হয়ত- সে আরো
গাঢ় থেকে গাঢ়তর ভাবে আমাকে আলিঙ্গাবদ্ধ করে।
প্রকাশ উর্ধ্ব নিবিড় ভালবাসায় দুলতে থাকি
দূর ছায়াপথের কোন গ্রাম্য মেঠোপথে। খুঁজতে থাকি
বিস্মৃতির অতলে তলানো কোন উদ্দাম সঙ্গীনীকে;
বুঝতে পারি কোন মায়াময়ীর হাত
অজান্তে লুটিয়ে পড়ে এই বুকে ভালবাসায়;
বিকশিত দেহে ভূত ভবিষ্যত ভুলে প্রতীক্ষায় রয়েছে কোন
বিরহীনি, অশ্রুময় চোখে অতীত স্থির ভূবনে।
যৌবনাবতী বিকেল তখন রৌদ্দুরের উঁকিঝুঁকিতে খেলছে
সাঁঝের খেলা। আর আমি ব্যাকুল হই বিলীন হতে
অতীতের সেই রুপোয়মাখা দিনে, আমার বিস্মৃত সঙ্গীনীতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।