আমাদের কথা খুঁজে নিন

   

বিস্মৃত

ছোটবেলা থেকে ভালবাসি কবিতা, ভালবাসি কবিহওয়ার নিরন্তর চেষ্টা!

অনেকদিন পেছনে ফিরে দেখা হয়নি, অনেকদিন ভাললাগা গুলো নিয়ে উচ্ছাসে মাতা হয়নি। আজও ভাবছি না, তবু ভর করছে মনের পর্দায়, সময়টা মধ্যরাতের কিছু পরে, এলোমেলো ভাবনায় কিছু পুরাতন ভিড় করছে, আজই প্রথম নয়, বহুবার স্মৃ্তি নিয়ে খেলা, প্রতিদিনই মনে হয় প্রথম ভাবছি। ভাল লাগেনি কখনও, ভাবিনি কখনও তোমাদের চেনা ভানের জগত কখনও আমার হবে। কখনও ভান করে আমি হাসবো, কখনো মুখ ভার করে আমি কাঁদব.।.।। কান্নার ভার আমার, ভান করা হাসির ভার তোমাদের। আমার মত হব আমি, আমার মত থাকব আমি, বলেছিলাম এরকম আর কিছু কথা। বলদায় না সত্তা বদলে যায় তার প্রকাশ, বদলায়নি আমার অনুভুতি, বদলে গেছে আমার প্রয়োজন, বিস্মৃত হয়েছে তোমাদের মন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।