যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। হে মানব জাতী,
এক মানব জাত ভেঙ্গে
যে গড়েছে বহু জাত
সে করেছে গৌরব
তার গড়া জাতের
করেনি সে জাতীর মূল্য
করেছে সে জাতীকে
গন্ড-মূর্খ,প্রভূকে মূর্খ,প্রভূকে
একাধীক প্রভূত্যে পরিণত।
হে মানব জাতী,
প্রভূর কোন জাত নাই
প্রভূ এক,সকল প্রাণই
তাঁর নিকট সমান।
জাত গেল,জাত গেল
জাতীর ঐ বুলিতে
প্রভূর কলং,ঐ বুলি মুখে
না আনায় প্রভূর মান
জাতীর হয় রক্ষিত
প্রভৃর কোন জাত নাই
প্রভূ এক,সকল প্রাণই
তাঁর নিকট সমান।
হে মানব জাতী,
প্রভূর নাম বেচিয়া
যে আনিয়াছে ধর্ম ভবে
খুঁজিয়া দেখ তার ধর্মে
প্রভূ প্রীতি নাই
আছে প্রভূর নামে
পশু জবাই,বলিদান,
ধর্ম ভেদে জাতিকে
ঘৃণা করা,যুদ্ধ করা
আর এসবেই প্রভূর
প্রাণকে নরক বেষ্টন করে
আর এসবই প্রভূর শত্রু
প্রভৃর কোন জাত নাই,
প্রভূ এক,সকল প্রাণই
তাঁর নিকট সমান।
হে মানব জাতী,
উর্দ্ধকাশে তাকাও
কান পেতে শুন
সকল সৃষ্টিই তাঁর
গুণ গান করছে
তাঁদের কারোর মুখেই
নাই আল্লাহ,ঈশ্বর,ভগমান
তাঁরা শুধু স্রষ্টার সৃষ্টিকে
ভালবেসে স্রষ্টাকে তৃপ্তদান করছে
প্রভৃর কোন জাত নাই,
প্রভূ এক,সকল প্রাণই
তাঁর নিকট সমান।
হে মানব জাতী,
আর ধর্ম ভেদে জাতীকে ঘৃণা করে
আর প্রভূর প্রাণে নরক জ্বালিও না
আর ধর্ম মানীয়া প্রভূর নামে
পশু,বলি,জবাই করে প্রভূর প্রাণে
নরক যন্ত্রণা দিয়ো না
প্রভৃর কোন জাত নাই,
প্রভূ এক,সকল প্রাণই
তাঁর নিকট সমান।
হে মানব জাতী,
এবার জাতের গর্ব ছাড়িয়া
সকল জাত ভেঙ্গে কর একজাত মানবজাত,প্রভূর জাত,
আর তোমাদের জাতের গৌরব,তাগুত,ধর্ম
তোমাদের মনেই সৃষ্টি করে হিংসা,বিদ্ব্যেস,ঘৃণা
প্রাণে সৃষ্টি করে অপরজাতীকে ধ্বংসের শক্তি
প্রাণ হারাচ্ছে একজাতী-অপর জাতীর আঘাতে,
নরক সৃষ্টি করছে একজাতী-অপর জাতীর জন্যে
অথচ তোমরা ডাকছ এক প্রভূকে
তবে কেন মানছ বহু জাতীকে
তবে কেন প্রভূর নামে পশু বলি,জবাই করে
এক সৃষ্টিকর্তাকে মানছ বহু প্রভূরুপে
তবে কি তোমরা ধর্মের নামে
প্রভূকে নিয়ে মিথ্যা খেলা করছ না?
তবে কি নয় সেই ভিন্ন জাতীর
সৃষ্টিরা জগত শ্রেষ্ঠ মূর্খ,
আল্লাহকে করেনি মূর্খ?।
হে মানব জাতী,
এবার জাতের গর্ব ছাড়িয়া
সকল জাত ভেঙ্গে কর একজাত প্রভূরজাত,
সকল মস্জিদ,মন্দির,চার্য ভেঙ্গে
সেখানে গড়ে তুল জীবের কল্যাণ ঘর
প্রভূকে সৃষ্টি কর এক,
সতত তিঁনি এক,
তাঁর ধর্ম এক
কল্যাণ ধর্ম।
হে মহাজ্ঞ্যানী জাতী,
একটু ভাবিয়া দেখুন,
জীবের কল্যাণে ধর্মের সৃষ্টি
আর সেই ধর্মের পালনে জীব প্রাণ হারাচ্ছে,
মানে?পশু জবাই,বলি হচ্ছে,
ধর্মীয় যুদ্বে মানুষ প্রাণ হারাচ্ছে,মানে?
মানে নীজের ধর্ম রক্ষার্তে মানুষ প্রাণ দিচ্ছে,
পূর্বেও মানুষ ধর্মের জন্য প্রাণ দিয়াছেন,
ধর্ম রক্ষা করেছেন,
মানে আজকের ধর্ম অগণীত প্রাণ হারানোর মূল বস্তু,
বহু সাগর রক্তের ইতিহাস,
আজও মানুষ তার ধর্ম রক্ষার্তে প্রাণ দিচ্ছে,
ধর্ম রক্ষা করছে,
আসলে কি জানেন মানব জাতী,
ধর্মের প্রাণ হচ্ছে মানুষের রক্ত,
আর যতদিন ঐ লোমহর্ষক,প্রাণখেকু ধর্ম
পৃথিবীত বেঁচে থাকবে ততদিন সে
মানুষের রক্ত পান করেই বেঁচে রবে,মানে?,
মানে,প্রাণীর রক্ত ঝড়ানু ছাড়া ধর্ম মৃত,মিথ্যা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।