আমাদের কথা খুঁজে নিন

   

এরা কোন ধর্মের লোক ?

"সত্য যখন আসে, মিথ্যা বিলুপ্ত হয়। মিথ্যা বিলুপ্ত হবারই জন্য" ও আপনি নামের আগে "মোহাম্মদ" লাগান কিছু লোকের কথা বলছেন !!! এরা কোন ধর্মের লোক ? কি বলছেন, উনারা মুসলিম তো !! আপনি ভুল করছেন। মুসলিমতো সেই ব্যাক্তি যে আল্লাহ্‌ ও রাসুল (সঃ) উপর ঈমান এনেছে। কোরআন ও সুন্নাহ অনুসারে জীবন পরিচালনা করেন। তারা তো তাই বলে !!! তারা কি মেনেছে ? মুসলিমদের তো যুদ্ধ ক্ষেত্রেও ( নারি/শিশু/ব্রিদ্ধ/দুনিয়া ত্যাগী এবং আত্মসমর্পনকারি) কে হত্যা করা নিষেধ, শুধু তাই নয় সামনে পরলে তাদের নিরাপদে পৌঁছে দেবার বিধান রয়েছে।

কোন মুসলিম রাষ্ট্রে অমুসলিম বসবাস করলে, বা আশ্রয়ে থাকলে তার জান-মাল এর হেফাজত করা মুসলিমের উপর দায়িত্ব। এবং কোনভাবে খেয়ানত না হয় সে ব্যাপারে অধিক সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। ("আর মুশরিকদের কেউ যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, তবে তাকে আশ্রয় দেবে, যাতে সে আল্লাহর কালাম শুনতে পায়, অতঃপর তাকে তার নিরাপদ স্থানে পৌছে দেবে। এটি এজন্যে যে এরা জ্ঞান রাখে না। " - সুরা তাওবা ৯:৬ ) যারা আল্লাহ্‌র নির্দেশই অমান্য করল, তারা কিভাবে মুসলিম ? ( "এ কারণেই আমি বনী-ইসলাঈলের প্রতি লিখে দিয়েছি যে, যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবাপৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে সে যেন সব মানুষকেই হত্যা করে।

এবং যে কারও জীবন রক্ষা করে, সে যেন সবার জীবন রক্ষা করে। তাদের কাছে আমার পয়গম্বরগণ প্রকাশ্য নিদর্শনাবলী নিয়ে এসেছেন। বস্তুতঃ এরপরও তাদের অনেক লোক পৃথিবীতে সীমাতিক্রম করে। - সুরা মাইদাহ ৫:৩২ ) "(বিপথগামী ওরাই) যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকারাবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ পাক যা অবিচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছেন, তা ছিন্ন করে, আর পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি করে। ওরা যথার্থই ক্ষতিগ্রস্ত।

" - সুরা বাকারা ২:২৭ ) যারা মানল তারাই মুসলিম। তাই আজ পর্যন্ত কোনো মুসলিম সাম্প্রদায়িক হামলা করেনি। বরং যারা বলে, তারা ফিত্না-ফাসাদ সৃষ্টি করার লক্ষেই বলে এবং করে !!! পর্ব-১ (সাম্প্রদায়িক প্রসঙ্গে) ইসলাম সম্বন্ধে জানুনঃ https://www.facebook.com/islamthedeenofallah https://www.facebook.com/QuranerAlo ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.