সমাজ থেকে কল্পিত দ্বন্দগুলো দূর হোক। সুদীর্ঘ চার দশকের প্রতিক্ষা,
তোমাকে দেখব বলে।
অন্তরীক্ষ, আদিত্য, ইন্দু, বায়ু,
ওদের দিকে চেয়ে থেকেছি।
কখন তুমি আসবে?
তোমাকে দেখব বলে।
নগরের কৃষ্ণ সরণি, গ্রামের শুভ্র ফুটপাত,
সেদিকেও চেয়ে থেকেছি।
কখন তুমি আসবে?
তোমাকে দেখব বলে।
দীর্ণ জীর্ণ কায়ে, শৈত্যে তপ্তে,
স্রোতস্বিনী তটিনী, সেখানেও খুজেঁছি
কখন তুমি আসবে?
তোমাকে বাহুবদ্ধ করব বলে।
অবশেষে, প্রতিক্ষার পালা অবলুণ্ঠিত হলো
তুমি এলে, বেতার তরঙ্গের ট্রান্সমিটে
অথবা,
উপগ্রহের রজ্জু বেয়ে, হে তারুণ্য।
সকল স্তব্ধতার, সকল নিস্ক্রিয়তার বাঁধ ভেেঙ্গ
শাহাবাগের কৃষ্ণ চ্ত্ত্বরে,
অথবা
নিস্তব্দ, তপ্ত কোন শহরের গলিতে;
তুমি দেখা দিলে হে তারুণ্য।
তোমার আগমনে, তোমার গীতে
সঞ্চারিত হলো, সহস্র মানুষের অন্তরে,
হে তারুণ্য।
এইটুকুই, অতঃপর অন্তরীণ,
বার্তা পত্রে, টিভি আর্কাইভে।
অতঃপর প্রত্যাবর্তন,
নাস্তিকতা অথবা রাজনীতিকরণের
নিষ্ঠুরতায়, দ্রবীভূত হে তারুণ্য।
তবুও বুক চিতিয়ে বলতে ইচ্ছা করে-
সুকান্তীয় শক্তিতে, মুষ্টিবদ্ধ হাতে-
“হে কবিগুরু লোকান্তর হতে প্রত্যাগত হয়ে
বঁাচাও তব নবীনদের, করুক আঘাত আধমরাদের।
সুদীর্ঘ চার দশকের প্রতিক্ষা,
তোমাকে দেখব বলে।
অন্তরীক্ষ, আদিত্য, ইন্দু, বায়ু,
ওদের দিকে চেয়ে থেকেছি।
কখন তুমি আসবে?
তোমাকে দেখব বলে।
নগরের কৃষ্ণ সরণি, গ্রামের শুভ্র ফুটপাত,
সেদিকেও চেয়ে থেকেছি।
কখন তুমি আসবে?
তোমাকে দেখব বলে।
দীর্ণ জীর্ণ কায়ে, শৈত্যে তপ্তে,
স্রোতস্বিনী তটিনী, সেখানেও খুজেঁছি
কখন তুমি আসবে?
তোমাকে বাহুবদ্ধ করব বলে।
অবশেষে, প্রতিক্ষার পালা অবলুণ্ঠিত হলো
তুমি এলে, বেতার তরঙ্গের ট্রান্সমিটে
অথবা,
উপগ্রহের রজ্জু বেয়ে, হে তারুণ্য।
সকল স্তব্ধতার, সকল নিস্ক্রিয়তার বাঁধ ভেেঙ্গ
শাহাবাগের কৃষ্ণ চ্ত্ত্বরে,
অথবা
নিস্তব্দ, তপ্ত কোন শহরের গলিতে;
তুমি দেখা দিলে হে তারুণ্য।
তোমার আগমনে, তোমার গীতে
সঞ্চারিত হলো, সহস্র মানুষের অন্তরে,
হে তারুণ্য।
এইটুকুই, অতঃপর অন্তরীণ,
বার্তা পত্রে, টিভি আর্কাইভে।
অতঃপর প্রত্যাবর্তন,
নাস্তিকতা অথবা রাজনীতিকরণের
নিষ্ঠুরতায়, দ্রবীভূত হে তারুণ্য।
তবুও বুক চিতিয়ে বলতে ইচ্ছা করে-
সুকান্তীয় শক্তিতে, মুষ্টিবদ্ধ হাতে-
“হে কবিগুরু লোকান্তর হতে প্রত্যাগত হও,
বঁাচাও তব নবীনদের, করুক আঘাত আধমরাদের।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।