বড় ইচ্ছে করছে ফেরত চাই
ক্লাস ফাঁকি দেয়া সময়টুকু
ইচ্ছে করছে ভাগ করে নেই
তোমার অলস বিকেলগুলো ।
ইচ্ছে করছে আবার করি
চির চেনা ভুলগুলো
তোমার শাসন , ঘুমপাড়ানি
আল্লাদি বায়নাগুলো ।
ইচ্ছে করছে ছিনিয়ে আনি
শীতের উষ্ণ স্পর্শগুলো
ইচ্ছে করছে ফেরত চাই
প্লেটের শেষ ফুচকাগুলো ।
ইচ্ছে করছে মুছে দেই
ঘামে ভেজা তোমার নাক
ইচ্ছে মানেই চুমুক দেয়া
তোমার খাওয়া চায়ের কাপ ।
ইচ্ছে করে আগলে রাখি
থালার মতো চাদটাকে
ইচ্ছে করে গুড়ো করি
শেষ রাতের নিস্তব্ধতাকে ।
ইচ্ছে করছে আবার লিখি
দুই লাইনের একটা গান
ইচ্ছে করছে পুরণ করি
আমার তৈরী শূন্যস্থান ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।