আমি আমার নিজের জন্য লিখি। একটা ছোট্ট মনোভাব আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য নিয়ে লিখলাম। একটা ফেসবুক পেজের ফ্যান হলাম। পেজের নাম "I Am Bangladeshi | আমি বাংলাদেশী"। এখন একটু খটকা লাগছে। এটা কোন রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা কোন পেজ নাতো? কালকেই আবার নতুন পেজ দেখব নাতো যেটার নাম হবে "I Am Bangali | আমি বাঙ্গালী"? তারপর এই দুই পেজের অ্যাডমিন এবং ফ্যানদের মধ্যে শুরু হবে নাতো কথার আর কমেন্টের যুদ্ধ? ফ্যানদের যুদ্ধের ফান্দে পরে আমি আবার বগা টাইপ কিছু হয়ে যাবো নাতো? কি অদ্ভুত! আমাদের রাজনীতি এখন আমাদের কাছে এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে সাধারন একটা ফেসবুক পেজের ফ্যান হয়েও আমাদের ভাবতে হয়, "এই পেজ নিয়ে আবার রাজনীতি হবে নাতো?"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।