IT Executive গত ডিসেম্বর ২০১০ সাল থেকে শেয়ারবাজার পড়ছেতো পড়ছেই! রাঙামাটির শুভলং ঝর্ণার পানিও সারাবছর এমনভাবে পতন হয় না। এসইসি ও ডিএসই এর বড় বড় কর্মকর্তা, শেয়ার বিশেষজ্ঞগণ, সরকারের মন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রতিনিয়তই আশ্বাসের পর আশ্বাস দিয়ে চলেছেন। তাঁরা সবাইকে শেয়ার ধরে রাখতে বলছেন। তাঁদের আশ্বাসে বিগত এক বছর ধরে শেয়ার ধরে রেখে আজ আমি সর্বশ্ব হারিয়ে ফেলেছি। ধারের টাকা পরিশোধ করার পর একটাকাও থাকবে না। নিজের সঞ্চয়টুকু সব শেষ। কেউ কি বলতে পারবেন শেয়ারবাজারের এ পতনের শেষ কোথায়? মাননীয় প্রধানমন্ত্রী ৩৩ লক্ষ ক্ষুদে বিনিয়োগকারীর আর্তনাদ শুনবেন কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।