শেয়ারবাজারে অনিয়ম ও ধসের দায় সরকার এড়াতে পারে না বলে মনে করেন আওয়ামী লীগের কার্য নির্বাহি কমিটির সদস্য ওবায়দুল কাদের। এ অবস্থা কার্যকরভাবে মোকাবেলা করতে ব্যর্থ হলে সমাজে অস্থিরতা দেখা দেবে বলেও মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের আরো বলেন, এতে সরকারে প্রতি ক্ষতিগ্রস্তদের ক্ষোভের সৃষ্টি হবে। আজ সোমবার বিকেলে প্রেসক্লাবে অ্যামেটি ফর পিস আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, জ্বালানি তেল ও সিএনজির দাম বৃদ্ধিতে সমন্বয় না থাকায় গণপরিবহনে ভাড়া বৃদ্ধি নিয়ে নৈরাজ্য দেখা দিয়েছে। তিনি আরো বলেন, জাতীয় ইস্যুতে ঐক্য প্রতিষ্ঠিত না হলে পাকিস্তানের পরিণতি হবে। আমরা নিজেরাই নিজেদের শত্রু বলেও মন্তব্য করেন তিনি।
সংগঠনের সভাপতি একে সালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক দুর্গাদাস ভট্টাচার্য, জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারাকাত প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।