IT Executive এসইসি ও ডিএসই এর অনুমোদন বা পরামর্শ ছাড়া শেয়ারবাজার নিয়ে কোন কমেন্ট বা ব্যক্তিগত মতামত প্রদান করা যাবে না। শেয়ারবাজার সংবেদনশীল ও স্পর্শকারতর আমরা মানি। এখানে মূল্য সংবেদনশীল তথ্য যেমন দেয়া ঠিক না তেমনি বিশেষ কোন কম্পানীর শেয়ার কেনা বা বিক্রয়ে উদ্বুদ্ধ করাও ঠিক না। তবে শেয়ারবাজারে বর্তমানে যা হচ্ছে এই প্রেক্ষিতে বাজারে এক শ্রেণীর গেমলার (আমারদের ধারণ তাঁরা সরকাররে আশীর্বাদপুষ্ট) প্রতিদিন যেভাবে ধস নামিয়ে যাচ্ছে তার প্রতিবাদ করতে ডিএসই এর রাস্তায় নামা তো দূরের কথা বর্তমানে ক্ষুদে বিনিয়োগকারীদের বা তাদের পক্ষে যাতে অন্য কেউ প্রতিবাদ না করতে পারে এ কারণেই কি এই নিয়োম জারী? প্রতিবাদের সকল রাস্তা বন্ধ করে সরকার কি তথাকথিত গেমলার দিয়ে শেয়ারবাজারের আরো পতন ঘটাতে চান? লোটাস কামালের বক্তব্য (সূচক তিন সাড়ে তিন হাজারে নামিয়ে আনা) আসলে সে সময় সরকারের সিদ্ধান্ত ছিলো। প্রতিবাদের সকল পথ বন্ধ করে শেয়ারবাজারকে ধারাবাহিক পতন ঘটিয়ে আমার মত লক্ষ বিনিয়োগকারী তথা পরিবারসহ কয়েক কোটি অসহায় মানুষকে আর মারবেন না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।