আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে নুহাশের বনে _________ উৎসর্গ: শ্রদ্ধেয় হুমায়ূন আহমেদ স্যারকে _________________________________ আমি সে পথে এগোতে থাকি বিবিক্ত মনে_ সিংহহীন-দ্বার পেরিয়ে দৃষ্টির সীমানায় পেখম মেলে আছে সবুজ জমিন, ফুটে আছে যেন বহু পদ্ম-নীল, কুমারী দেহ, শূন্য অবয়ব অথবা দৃষ্টির বিভ্রম স্থলে জলে বাতাসে_ তবুও আমার অতিক্রান্ত পথ যা পেছনে পড়ে থাকে_স্মৃতিতে জমা হয়, তা যেন হতাশায় আক্রান্ত আজ নুহাশের বনে দৃষ্টির শূন্যতায় সবুজে আগুন হলুদের চিহ্ণমাত্র নেই। প্রতিটি গুপ্তকক্ষ থেকে বিস্তির্ন সবুজের অংশে অংশে তাকে ধরবার জন্য ফাঁদ পেতে আছি এ বনে সে আছে কি ! হতাশা আমাকে নিয়ে যায় জলাধার অবধি, সেখানে জল কালো ক্ষুদ্র মৎস্যনৃত্য, কারা যেন জলনর্তকীর নিতম্ব আঁকড়ে মদিরায় ডুবে আছে_ ডুবে আছে কিছু প্রিয় পাথুরে মুখাবয়ব বড়ই শীতল, শূন্যতা সমেত। তোমার দীঘির পাকুড়ঘাটে কে যেন জল নাড়িয়ে যায়, আধো-আলোছায়ায় তার মুখ দেখিনা দেহ দেখিনা_ তবে কি কেউ ডুবে মরলো আমার এই সঙ্কটাপন্ন সময়ে নাকি তোমার শূন্যতায়_ সে যে জলপরী নয়, বিশুদ্ধ আত্মা পাকুড়-জলছায়ায় যেন মিশে আছে বহুযুগ ধরে ! আমার হতাশা বলয় ছেদ করে ওখানেই রচিত হলো শূন্যতার মন্থন অথবা তার মতো কিছু_ সেই বৃক্ষছায়া ও জলাংশ তোমার এই ভূখন্ড থেকে আলাদা এক মোহদ্বীপ যেন ! আর সে আমার, শুধুই আমার তুমি ওর পাড়ে কখনো নাও ভিড়ায়না আর। এখন সংঘরের অবেলার পিচ্ছিল অন্ধকারে ঝুলে আছে গুচ্ছ গুচ্ছ মরণকীট, অথবা দেখি ছোপ ছোপ পচারক্ত প্রতিঅংশ ধুলোকে জড়িয়ে থাকা আমার দম আটকে আসে এক বিকলাঙ্গ আর্তনাদ জিহ্বায় এসে আটকে যায়_ ঠিক মৃত্যু যেন বন্ধঠোটের এপার ওপার। পশ্চিম সবুজের দেহ গলে ডুবে যেতে যেতে অনুভবে বিধতে থাকে আগুনের তীর, রক্তচক্ষু ডাইনীর_ আমিতো ভীত নই তোমার উত্থান ও পতনের মাঝে কার কার আলোছায়া-কালোছায়া ছিলো বা থাকবে তার ব্যবচ্ছেদ করবার অধিকার বা ক্ষমতা আমার আছে কিনা তাতো জানা নেই ! ফিরতি পথে একপায়ে আটকে থাকে ডায়নোসর আর একপায়ে মৎস্যকুমারী পা চলে না, বড়ই ভারী। হতাশার বলয়ে আরও ঘনীভূত হতে থাকে উদীয়মান সন্ধ্যার আঁধার, ওষুধীর বিষাক্ত গন্ধে_ আজ নুহাশের বনে পতঙ্গ পাখির রুগ্ন চিৎকার, প্রতিটি সালের দেহে যেন ঘুনপোকার সমাহার, প্রিয়জনের হাহাকার হাহাকার_ ওহে পাথর শাবক তুমি কার হৃদপিণ্ডের দিকে হাত বাড়িয়ে আছো মমতাময়ীর সাথে আমার ! আমার ! নাকি এক অতৃপ্ত পিতার ! তার হৃদপিণ্ড বিশুদ্ধ রক্তের উষ্ণতায় থাকুক আরও বহুকাল, কোন এক আঁধার শেষে আমিও দেখে যেতে চাই সবুজের ক্ষেতে হলুদাভ শিশিরের ফুলেন সকাল।। ______________________________ ______________বাকী অরিন্দম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।