আমাদের কথা খুঁজে নিন

   

সময়ের এক খেরো-খাতা

জোরে-সোরে মহব্বতের সাথে স্বপ্ন দেখুন। স্বপ্নই সম্ভাবনা। “A dream you dream alone is only a dream. A dream we dream together is reality”. ঘুরেফিরে বারবার শুধু একটি মেয়ের কাছে আমি যাই মনেমনে কিংবা স্বপ্নময় গাঢ় ঘুমে অসংখ্য স্মৃতির বায়বীয় অবয়ব চুমে বাস্তবেও তার কাছে ফিরে যেতে চাই। কিশোরী সে, কচি কলাপাতার আমেজ চোখেমুখে রয়েছে ছড়ানো সজীব সতেজ ঝর্ণার আবেগ জড়ানো অবয়ব যেন তার আলোতে গড়ানো। স্নিগ্ধ স্রোতের মতো হাসি আছে তার আছে ঝর্ণার মতো আছে সরলতা, আছে তুমুল চাপল্য সকল ছাপিয়ে আছে রহস্য অপার। আমি আজো সে অপারে হাবুডুবু খাই খেতে খেতে সামনে আগাই যেতে যেতে পিছনে তাকাই আমি আজো সে অপারে হাবুডুবু খাই। কী মায়া জানে সে কবি তার হদিস জানে না সেই মায়া ডাক দিয়ে নিয়ে যায় কাছে টের পাই এ হৃদয় বাঁধা পড়িয়াছে নাটাই রয়েছে তার হাতে। পনিরের মতো শঙ্খশুভ্র তার হাত মাখনের মতো দিন আসে সন্ধ্যা নামে গাঢ় হয় রাত তার কালো খোঁপাটির মতো তবু মাখনের মতো শঙ্খশুভ্র দুটি হাত টের পাই বুকের ভিতরে। স্বপনের সেই মেয়ে, মেয়ে নয় কচি কলাপাতা পাতা নয় ভোরের শিশির স্বপনের সেই মেয়ে, মেয়ে নয় সময়ের এক খেরোখাতা অজস্র স্মৃতির।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।