তোমার অস্তিত্বে সন্দিহান, তবু্ও সদাই তোমায় খুঁজি
পশ্চিম বাংলা; হেমন্তের কুয়াশার উপর
সূর্য্যের এই প্রদীপ্ত আভার মাঝেও
তোমার বিচ্ছেদ আমাকে করেছে আবেগহীন, কবিতা বিহীন।
পশ্চিম বাংলা; ফাল্গুনের সোনালী আলোর ঝলমলে
বসন্তের সরব উপস্থিতির মাঝেও
তোমার বিচ্ছেদ আমার চোখে এনেছে বর্ষার জলকণা।
পশ্চিম বাংলা; শতমুখের কোলাহল আর
শত আয়োজনের আলোড়নের মাঝেও
তোমার বিচ্ছেদ আমাকে করেছে মলিন, একাকী।
পশ্চিম বাংলা; জীবনের উচ্ছল আহবান আর
বর্ণিল সব উদ্দীপনার মাঝেও
তোমার বিচ্ছেদ আমাকে দিয়েছে মৃত নগরের নাগরিকত্ব।
পশ্চিম বাংলা; অগণিত মসজিদ মন্দিরের সমারোহ আর
লক্ষ-কোটি মোল্লা-পুরোহিতের অসীম দাপটের মাঝেও
তোমার বিচ্ছেদ আমাকে দিয়েছে ধর্মচুত হওয়ার স্পর্ধা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।