- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
কতজনাই তো জীবনে এলো গেলো
ঋতুদের মতোই এই আসা-যাওয়া!
আমিও তো চেয়েছি এমন একজন
আগলে রাখবো বুকের গহীনে
সবার অগোচরে, আঁখিপল্লবে।
পেয়ে তোমার মন-
করবো লোকালয়ে চিৎকার,
"তোমায় আমি ভালোবাসি"।
তোমার নির্ঘুম চোখ বলছে-
(চাঁদ দেখেনি,
তারাদেরও অজানা)
আমায় দিয়েছো এ মন
যেমনটি নিয়েছো আমার।
আমিও তাই,
তোমার অজুহাত নিয়েই বেঁচে আছি।।
মনের দেখায় চোখের ভাষায় বুঝি
নির্ঘুম কেটেছে সারাটি রাত...
প্রিয়তমার চোখ.. আমাকে
প্রিয়তমার চোখ.. তোমাকে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।