বহ্বাড়ম্বর
চারিদিকে ভীষন যুদ্ধ।
কামানের গুলাগুলি। মিসাইল, রকেটের গর্জন।
ক্রুজ, টমাহক।
কামানের গোলার জবাবে, রকেট হামলা।
রাইফেলের ফাঁকা আওয়াজের জবাবে ঝাঁকে ঝাঁকে বিমান হামল।
শান্তিদূত আসলেন, অমিয় বাণী নিয়ে।
সুধা পাত্রে আঘাত করল, অসুরদল।
অমৃত ধারা ধূলায় লুটাল।
অট্টহাসিতে ভেঙ্গে পরল দানব।
শান্তিদূত, ক্লান্ত হল না।
শান্তিদূত, হতাশ হল না।
শান্তিদূত, সাহস করে এগিয়ে গেল।
আবার আঘাত করল, দনুজ।
আবার আঘাত করল।
আবার আঘাত করল।
নির্বাক সবাক হল।
অসত্য ক্লান্ত হয়ে পড়ল।
অসত্য নিরাশ হয়ে পড়ল।
সত্যের জয় হল।
পশ্চিম সীমান্তে শান্তির নিরবতা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।