আগের পর্ব যারা পড়েছেন তারা জানেন এবার আমি হিমালয় বাদ দিয়ে পশ্চিম ঘাট পর্বত মালা কে বেছে নিয়েছি ট্রেকিং এর জন্য । পশ্চিম ঘাট পর্বতের রূপ ,রস ,গন্ধ উপভোগ করে চলেছি ।
উপমহাদেশে হিমালয় বাদে যেকটা পর্বত মালা আছে তার মধ্যে ,করাকারাম ,পশ্চিমঘাট ,পূর্বঘাট,বিন্ধ্য ও অরাবাল্লি অন্যতম । উপমহাদেশে দুটো পর্বত গ্রন্থী আছে ,একটা হিন্দু কুশ যেটা আফগানিস্থানে ,অপর একটি হলো নীলগিরি যেটা দক্ষিন ভারতে । আসুন দক্ষিন ভারতে মনোনিবেশ করা যাক ।
প্রথমেই দেখি পশ্চিম ঘাট পর্বত মালা টা কোথায় অবস্থিত ।
বাস থেকে । যাত্রা শুরু ।
বাস থেকে রাস্তা ।
পাহাড়ের সারা গা দিয়েই জল গড়িয়ে পরছে ।
কাছ থেকে ।
পাহাড় । ১
যেখানে চোখ যায় একটা করে ঝর্না ।
তৃণ ভূমি ।
আরো একটু উচু তে উঠতেই ,মেঘ করে এলো ।
ঝর উঠলো । ফটো আর তুলতে পারলাম না । কিন্তু অনেক কিছু নিয়ে ফিরলাম ।
আগের পর্ব ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।