আমাদের কথা খুঁজে নিন

   

দুঃসহ হয়ে ওঠা গরম : শ্রমিকদের একটু বিশ্রাম



হে দারিদ্র্য ! তুমি মোরে করেছ মহান তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান। অনেক বছর আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এ কথাটি ছন্দবদ্ধ কবিতার স্তবকে বলে গিয়েছেন। আসলেই কি এটা সত্য ? দরিদ্র মানুষেরা যে অসহায় মানবেতর জীবন-যাপন করছে তা দেখলে কবির এই সুন্দর কবিতার লাইন অস্বীকার করতেই হয়। উপরের ছবিটা টাংগাইল এর বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়-এর বিজ্ঞানাগার ভবনের মেঝে থেকে তুলেছি। ছবিতে তিনজন শ্রমিক একটু জিরিয়ে নিচ্ছেন; সামনের সুপারিগাছগুলোর ছায়া দিয়ে রেখেছে তাদের (ক্যামেরার লেন্সে সুপারিগাছ আসেনি )। সিমেন্ট মেশিনে ঢালাই-এর কাজ করতে করতে ভীষণ পরিশ্রান্ত হয়ে গ্যাছেন হয়তো ! ছবিটা দেখলেই কেমন জানি কষ্ট লাগছে ! শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর অনেক উন্নত দেশেই শ্রমিকেরা আজ লাঞ্ছিত। হায় ! কোথায় সেই 'মে দিবস' ! কোন মানে নেই এই দিবসের ! শুধু একদিন একটু বিশ্রাম নিয়েই কী লাভ ? বাংলাদেশের শ্রমিকেরা গ্রীষ্মকালে যে অবর্ণনীয় কষ্ট করেন, তার জন্য আমি আরো একটা ছবি পোস্ট করছি। তবে এ ছবিটা দেখলেও তা উপলব্ধি করা যায়। কাজী নজরুল ইসলাম শ্রমিকদের জন্য শোষকদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন কবিতা দিয়ে। কিন্তু দুর্ভাগ্য যে, এ যুগে কাজী নজরুল ইসলাম নেই ! কেবল যারা আছেন তারা তাঁর ধারে-কাছেও যেতে পারবেন না !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.