মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণ করা হয়েছে গতকাল শনিবার। দেশটির নির্বাচন কমিশন আশা করছে, আজ রোববার নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার ফুয়াদ তৌফিক গতকাল রাজধানী মালেতে গণমাধ্যমকর্মীদের বলেন, আজ রোববার সকালে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করার আশা করছেন তিনি।
সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ গত সপ্তাহের প্রথম দফায় সর্বোচ্চ (৪৭ শতাংশ) ভোট পেয়েছিলেন। ধারণা করা হচ্ছে, এবার তিনি কাঙ্ক্ষিত ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হবেন।
মালদ্বীপের নিয়ম অনুযায়ী প্রথম দফায় কোনো প্রার্থী ৫০ শতাংশের কম ভোট পেলে আবার ভোট গ্রহণ হয়।
প্রধান নির্বাচন কমিশনার জাতীয় টেলিভিশনকে বলেন, ‘নতুন প্রেসিডেন্টের নাম কখন ঘোষণা করা হবে, এ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। তাই আমরা আগামীকাল (আজ) সকালে চূড়ান্ত ফল ঘোষণা করতে যাচ্ছি। এর মধ্য দিয়ে আমরা নাগরিকদের সঙ্গে আনন্দ উপভোগ করতে সমর্থ হব। ’ এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।