আমাদের কথা খুঁজে নিন

   

সাগর তলদেশে মালদ্বীপের মন্ত্রিসভার বৈঠক

আমি কাউকে অন্যায় করতে দেখি তখন আমার খুব খারাপ লাগে আমি চেষ্টা করি অন্যায়ের প্রতিবাদ করার

মালে, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার ঝুঁকির প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য ভারত মহাসাগরের তল দেশে যাচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ নাশীদ শনিবার মালদ্বীপের প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার আরও ১২ সদস্য স্কুবা ডাইভিং সরঞ্জামে সজ্জিত হয়ে ভারত মহাসাগরে ৩ দশমিক ৫ মিটার পানির নিচে গিয়ে বৈঠক করবেন একে বিশ্বে প্রথম পানির নিচে মন্ত্রিসভার বৈঠক হিসেবে আখ্যা দেওয়া হয়েছে ডিসেম্বরে কোপেনহেগেনে জাতিসংঘের জলবায়ু বিষয়ক আলোচনার আগে মালদ্বীপের প্রেসিডেন্টের এ পদক্ষেপের কারণে মালদ্বীপ সবার দৃষ্টি কেড়েছে মালদ্বীপের পরিবেশমন্ত্রী মোহামেদ আসলাম রয়টার্সকে বলেন, "এ দেশে বাস করার জন্য আমরা যেকোনো কিছু যে করতে পারি এর মধ্য দিয়ে সে বার্তাই দেওয়া হয়েছে" ভারত মহাসাগরের এ দ্বীপরাষ্ট্রটি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে সমুদ্রের উচ্চতা বেড়ে যাওয়ায় ঝুঁকির মধ্যে পড়ে গেছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকারীয় প্যানেল এর ধারণা মতে, সমুদ্রের উচ্চতা ৫৮ সেন্টিমিটার বাড়লে ২১০০ সাল নাগাদ মালদ্বীপের বেশির ভাগ নিম্নাঞ্চলের দ্বীপগুলো সমুদ্রে বিলীন হয়ে যাবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিরোধে কার্বন ডাইঅক্সাইডের নির্গমণ কমানোর বিশ্বজুড়ে ৩৫০টি প্রচারাভিযানের অংশ হিসেবেই মালদ্বীপ পানির নিচে মন্ত্রিসভার এ বৈঠক করছে মন্ত্রিসভার সদস্যরা একটি টেবিলের চারপাশে বসে ইশারা ও শ্লেটে লিখে বৈঠক চালিয়ে যাবেন তারা একটি 'এসওএস' বার্তা অনুমোদন করবেন যেটি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে উপস্থাপন করা হবে বিবৃতির একটি অগ্রিম কপি রয়টার্সের হাতে পৌঁছেছে এতে লেখা আছে, "এ ধরণের তাপমাত্রা বৃদ্ধি বন্ধের জন্য একটি বিশ্বযুদ্ধের উদ্যোগ নিতে আমাদের একত্র হতে হবে"

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.